গত ২৫ মার্চ প্রকাশিত হওয়ার কথা ছিল SSC GD Constable Notification 2021 । কিন্তু কোনও অজানা কারণে তা সময়ে প্রকাশ হয়নি। ফলে শুরু হয়নি ফর্ম ফিলআপও। এবার নোটিফিকেশন রিলিজের নয়া দিনক্ষণ জানাল SSC।
আগামী মে'তে রিলিজ বিজ্ঞপ্তি। স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (ssc.nic.in) শুক্রবার প্রকাশিত একটি নোটিশে এমনটাই জানানো হয়েছে।

জওয়ান হিসাবে যাঁরা দেশের জন্য কাজ করতে চান, তাঁদের জন্য এই পরীক্ষা একটি বড় সুযোগ। পদের সংখ্যাও অনেক থাকে। গতবার প্রায় ৫৫,০০০ নিয়োগ হয়। ফলে এই ধরনের পেশার স্বপ্ন যাঁদের, তাঁদের জন্য এটি সুবর্ণ সুযোগ।
SSC GD Constable eligibility :
নিয়োগ হবে, CRPF, CISF, BSF, ITBP, অসম রাইফেলস ও NIA-র আধাসেনা-কনস্টেবল (GD) পোস্টে। আধাসেনা সংক্রান্ত পোস্ট হওয়ায় এই পরীক্ষায় শারীরিক ফিটনেস গুরুত্বপূর্ণ। তাই সময় থাকতে প্রস্তুতি শুরু করাই ভাল। শারীরিক ফিটনেসের পাশাপাশি অনলাইন পরীক্ষার জন্যও প্রস্তুতি নিতে হবে।
যোগ্যতা : মাধ্যমিক/ সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে।
বয়সসীমা : ১৮ থেকে ২৩ বছর।
সিলেকশন(SSC GD Constable Selection) প্রক্রিয়া :
দুটি স্তরের মাধ্যমে প্রার্থীদের বেছে নেওয়া হবে।
প্রথম স্তরে হবে কম্পিউটার-ভিত্তিক সাধারণ অ্যাপটিটিউড-জেনারেল অ্যাওয়ারনেস পরীক্ষা। প্রশ্নের মান হবে দশম শ্রেণি স্তরের। ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও রিজনিং-এর উপর ভিত্তি করে প্রশ্ন করা হবে।
দ্বিতীয় স্তরে হবে শারীরিক সক্ষমতা পরীক্ষা। আধাসেনা জাতীয় চাকরি হওয়ায় এটির গুরুত্ব অনেকটাই বেশি। তাই সময় থাকতে নিয়মিত দ্রুত গতিতে দৌড়, শারীরিক কসরতের প্রস্তুতি নিতে হবে। সাধারণত, সাড়ে ছ'মিনিটে দেড় কিলোমিটার দৌড়ের লক্ষ্য নিয়ে অভ্যেস করা যেতে পারে। দুটি পরীক্ষার নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত মেরিট লিস্ট বানানো হবে।
SSC-এর ওয়েবসাইটের লিঙ্ক :