ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ‘মোটা’! তিনি নাকি ভারতীয় দলের জন্য অযোগ্য! কংগ্রেসের জাতীয় মুখপাত্রের এমন কথার কড়া নিন্দা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মার পাশে দাঁড়িয়ে কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মহম্মদ সমালোচনা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও কংগ্রেস নেত্রী পরে নিজের লেখা এই পোস্টটি মুছে ফেলেন, তবে ততক্ষণে এটি নজর💦ে পড়ে যায় বিসিসিআই ও ক্রিকেট বিশ্বের এবং ততক্ষণে বিষয়টি বিতর্কের রূপ নিয়ে ফেলেছিল।
কংগ্রেসের জাতীয় মুখপাত্রকে জবাব দিলেন BCCI-এর যুগ্ম সচিব
ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড ꦰবিসিসিআই এই মন্তব্যের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। বিসিসিআই-এর যুগ্ম সচিব দেবজিৎ সাইকিয়া ANI-কে বলেন, ‘এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, দায়িত্বশীল পদে থাকা একজন ব্যক্তি এমন মন্তব্য করেছেন, বিশেষ করে যখন ꦺভারত একটি আইসিসি টুর্নামেন্টে খেলছে এবং সেমিফাইনালে উঠেছে এবং তারা এখন ফাইনালে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে।’
আরও পড়ুন …. গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি… নেতৃত্ব ছা🌳ড়ার পরে জোস বাটলারের রহস্যময় বার্তা
কংগ্রেস নেত্রীকে তুলোধোনা BCCI-র-
বিসিসিআই-এর যুগ্ম সচিব দেবজিৎ সাইকিয়া আরও বলেন, ভারতীয় দলের প্রত্যেক খেলোয়াড় তাদের ‘সর্বোচ্চ সামর্থ্য’ দিয়ে প🌃ারফর্ম করছেন এবং এই ধরনের মন্তব্য দলে ‘মনোবল ভাঙার’ কারণ হতে পারে। বর্তমানে ভারত দুবাইয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে। গ্রুপ পর্বে তারা দাপট দেখিয়ে সেমিফাইনালে উঠেছে, যেখানে তারা সোমবার বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।🦄’
আরও পড়ুন …. ভারত সফরে Australi🃏an deaf team! দলের গুরুত্বপূর্ণ 🐲দায়িত্ব ভারতীয় সোনালি পান্ডে
কী বললেন বিসিসিআই-এর যুগ্ম সচিব দেবজিৎ সাইকিয়া?
দেবজিৎ সাইকিয়া NDTV-কে বলেন, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক যে, দায়িত্বশীল ব্যক্তিরা এত ত꧙ুচ্ছ মন্তব্য করেন, বিশেষ করে যখন দল একটি গুরুত্বপূর্ণ আইসিসি টুর্নামেন্টের মাঝখানে রয়েছে। এটি কোনও খেলোয়াড় বা গোটা দলের মনোবল নষ্ট করতে পারে। দলের প্রত্যেক খেলোয়াড় তাদের সর্বোচ্চ পারফরম্যান্স দিচ্ছে এবং তার ফলাফলও দৃশ্যমান। আমি আশা করি, ব্যক্তিগত প্রচারের জন্য এমন অবমাননাকর মন্তব্য করা থেকে সকলেই বিরত থাকবেন🧔।’
আরও পড়ুন …. Varun Chaღkravarthy Record: ৪২ রা🤡নে ৫ উইকেট! দুবাইয়ে NZ vs IND ম্যাচে একাধিক নজির গড়লেন ম্যাচের সেরা বরুণ
‘একজন ক্রীড়াবিদের জন্য মোটা’
শামা মহম্মদ তার পোস্টে দাবি করেন যে, রোহিত শর্মা ভারতের ‘সবচেয়ে হতাশাজনক অধিনায়ক।’ তিনি লেখেন, ‘রোহিত শর্মা একজন ক্রীড়াবিদ হিসাবে মোটা! তাঁর ওজন 💃কমানো দরকার! এবং অবশ্যই, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তিনি সবচেয়ে অপ্রভাবশালী একজন অধিনায়ক।’
অন্য একটি পোস্টে, তিনি রোহিতকে ভারতের আগের অধিনায়কদের সঙ্গে তুলনা করে ‘মাঝারি মানের’ খেলোয়াড় ও অধিনায়ক বলে আখ্যা করেন। শামা মহম্মদ লেখেন, ‘আগের অধিনায়কদের তুলনায় তার ꦇমধ্যে কী এমন বিশ্বমানের গুণ আছে? তিনি একজন গড়পড়তা অধিনায়ক এবং গড়পড়তা খেলোয়াড়, তিনি কেবল ভাগ্যের জোরে ভারতের অধিনায়ক হয়েছেন।’