বলিউডেরꦗ বেশ কয়েকজন অভিনেতা চলচ্চিত্র জগতে কাস্টি✤ং কাউচের প্রসঙ্গে মুখ খুলেছেন। সাইয়ামি খের তাঁদের মধ্যে অন্যতম, সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে, ‘ঝুমার’ এবং ‘চোকেড’ খ্যাত অভিনেত্রী সাইয়ামি খের জানান, একজন কাস্টিং ডিরেক্টর নাকি একবার তাঁকে তেলুগু ছবিতে একটি চরিত্রের কাজ পাওয়ার জন্য নোংরা ইঙ্গিত করেছিলেন।
সাইয়ামির তখন মাত্র ১৯ বছর বয়স। সেই সময় অভিনেত্রী এই ঘটনার শিকার হন। কাস্টিং কাউচের অভিজ্ঞতার প্রসঙ্গ উঠতেই নায়িকা বলে🌠ন, ‘আমার বয়স যখন ১৯-২০ বছর, তখন একজন এজেন্ট আমাকে তেলুগু ছবির জন্য ডেকে൩ছিলেন। তিনি বলেছিলেন, তুমি জানো, তোমাকে কম্প্রোমাইজ করতে হবে। এটা একজন মহিলা, অন্য মহিলাকে বলছেন। এটা আমার মনে গভীর ভাবে দাগ কেটে গিয়েছিল।’
আরও পড়ুন: মুম্বইয়ের রাস্তায় গাড়ি এসে ধাক্কা দিল সোনু নিগম🌄কে! অল্পের জন্য বড় বিপদ থেকে 💝রক্ষা পেলেন গায়ক
তিনি আরও বলেন, ‘তাই আমি তখন ওঁকে খানিক পরীক্ষা করার জন্যই বলি, আপনি কি বলছেন ম্যাডা🔯ম, আমি বুঝতে পারছি না। আমি বারবার এটাই বলতে থাকি। তারপর অবশেষে সে বলে, দেখো, তোমাকে 🧜বুঝতে হবে। আমি বলি, আমি দুঃখিত যে আপনি আমাকে ভুল ভেবেছেন। আপনি ভেবেছেন আমি এই পথে হাঁটব। কিন্তু সব কিছুর একটা নির্দিষ্ট সীমা আছে। যা আমি আমার জীবনে কখনও অতিক্রম করিনি। কিন্তু সেই বার আমাকে এই ঘটনা খুব ভাবিয়েছিল। একজন মহিলা আমাকে কীভাবে এই প্রশ্ন করতে পারেন।’
সাইয়ামি খের সম্পর্কে
রাকেশ ওমপ্রকাশ মেহরার পরিচালিত ছবি ‘মির্জিয়া’র হাত ধরে বলিউডে অভিষেক হয় নায়িকার। এই সিনﷺেমায় অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুরও ডেবিউ করেন। তবে, ছব🦄িটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। বক্স অফিসেও বাণিজ্যিক ব্যর্থ হয়।
আরও পড়ুন: বৈভব সূর্যবংশ𓂃ীকে জড়িয়ে ধরেছ🍰েন? 'আমি অবাক…' ভুয়ো ছবি দেখে, চটলেন প্রীতি
তাছাড়াও সাইয়ামি অনুরাগ কাশ্যপের ‘চোকড’, ‘আনপজড’ এবং ‘নাগার্জুন ওয়াইল্ড ডগ’ এবং ‘হাইওয়ে’র মতো ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি তিনি আর বাল্কির স্পোর্ট🏅স ড্রামা ‘ঘোমর’ ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। সেখানে অভিষেক বচ্চন ছিলেন মুখ্য ভূমিকায়। তাকে সর্বশেষ সানি দেওল এবং রণদীপ হুদার 'জাত' ছবিতে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল। গোপীচাঁদ মালিনেনি পরিচালিত এই ছবিটি বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায় ১১৮.৩৬ কোটি আয় করেছিল।