সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ইংল্যান্ডের। বিশ্বকাপে ব্যর্থতা, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ হার। এবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও আটকে গেল ইংল্যান্ড। স্বাভাবিক ভাবেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে বাটলারের দলকে নিয়ে। তবে এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন নাইট তারকা। দীর্ঘ দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে কামাল করে দেখালেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ব্যাটিং ও বোলিং, দুটোতেই একেবারে গুঁড়িয়ে দিলেন ইংল্যান্ডকে। একটি লড়াকু রান স্কোর বোর্ডে তুলেও ম্যাচ জিততে পারল না ইংল্যান্ড। তাদের পথের কাঁটা হয়ে দাঁড়ালো রাসেল। ঝড়ের গতিতে রান করে সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি নিজের দলকে উপহার দিলেন তিনি।
মঙ্গলবার ব্রিজটাউনে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটি খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। এদিন টসে জিতে প্রথমে বাটলারদের ব্যাট করতে পাঠান রোভম্যান পাওয়েল। ১৯.৩ ওভারে ১৭১ রানে অলআউট হয়ে যায় তারা। ৪০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন ওপেনার ফিল সল্ট। পাশাপাশি, ৩৯ রানের একটি গোছানো ইনিংস খেলেন অধিনায়ক বাটলারও। তবে দীর্ঘ দুই বছর পর জাতীয় দলে ফিরে এদিন বল হাতে ম্যাচের মোড় ঘোরালেন আন্দ্রে রাসেল। চার ওভার বল করে ১৯ রান দিয়ে তিনি তুলে নেন তিনটি উইকেট। এখানেই শেষ নয়। ব্যাট হাতেও এদিন তিনি দলকে দিলেন জয়। ১৭২ রানের লক্ষ তাড়া করতে নেমে ৬টি উইকেট পড়ে যাওয়ার পর ক্রিজে নামেন রাসেল। ১৪ বলে ২৯ রানের দ্রুত গতির ইনিংস খেলেন তিনি এবং ১-০তে এগিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজকে।
এই নাইট তারকা ৪ ওভার বল করে মাত্র ১৯ রান নিয়ে ৩ উইকেট নেন তিনি। স্বাভাবিক ভাবেই রাসেলের এই পারফরম্যান্স যেমন স্বস্তি দিয়েছে ক্যারিবিয়ান শিবিরকে। ঠিক তেমনই স্বস্তি দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। বিশেষ করে নাইট সমর্থকরা আশায় বুক বাঁধছেন। কারণ গত কয়েক মরশুমে একেবারেই ফর্মে পাওয়া যায়নি ক্যারিবিয়ান তারকাকে। স্বাভাবিক ভাবেই নানান মন্তব্য উঠতে থাকে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রত্যাবর্তন ইনিংস কিছুটা হলেও স্বস্তি দিল দুই দলের সমর্থকদের।
এছাড়াও এদিন ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে রাসেল বলেন, 'দুই সপ্তাহ আগে যখন আমি জাতীয় দলে ডাক পাই, আমি ভাবছিলাম কিভাবে ম্যাচের সেরার পুরস্কার জিতব। অবশেষে সেটাই হল। আজ আমি অত্যন্ত খুশি। প্রথমদিকে মার খেলেও, পরের দিকে আমাদের বোলাররা বেশ ভালো বল করে। যখন আমি আর রোভম্যান ব্যাট করছিলাম আমরা দুজনেই জানতাম আমরা ম্যাচ শেষ করে দেব।'