২০২৪ আইপিএলের নিলামে সবাইকে চমকে দিয়েছিলেন রবিন মিঞ্জ। হয়তো অনেকেই তাঁকে চেনেন না। চেনার কথাও নয়। কারণ তিনি ভারতীয় দলের জার্সিতে এখনও খেলেননি। যদিও তিনি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। ঠিক সেই কারণেই এবার নিলাম থেকে এই আদিবাসী ক্রিকেটারকে তুলে নেয় গুজরাট টাইটানস। এই কিপার ব্যাটারকে ৩.৬ কোটিতে কেনে শুভমন গিলের দল। তবে মিঞ্জকে গুজরাট দলে নিলেও তাঁর জন্য নিলামের টেবিলে হাড্ডাহাড্ডি লড়াই করে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মতো আইপিএলের অন্যতম সফল দুই দলও।
এবার এই তরুণ ক্রিকেটারই দুর্ঘটনার কবলে পড়লেন। জানা গিয়েছে, সুপার বাইক চালানোর সময় তার গতিটা এতটাই বেড়ে যায় যে তিনি আর সামাল দিতে পারেননি। অন্য একটি বাইকে সজোরে ধাক্কা মেরে মাটিতে লুটিয়ে পড়েন। এরপরই তাঁকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
এই প্রসঙ্গে গুজরাট টাইটানস জানিয়েছে, 'একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগায় নিয়ন্ত্রন হারিয়ে মাটিতে পড়ে যায় মিঞ্জ। এরপরই তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। তাঁর আঘাত খুব একটা গুরুতর নয়। আগের চেয়ে সে এখন অনেক ভালো আছে। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন।'
প্রসঙ্গত ঝাড়খণ্ডের গুমলা জেলায় জন্ম রবিনের। তিনি বর্তমানে সেখানকার বাসিন্দা। ২০২৩ সালের অগস্টে মুম্বই ইন্ডিয়ান্স দল ব্রিটেনে একটি আন্তর্জাতিক ট্রেনিং ক্যাম্পের আয়োজন করেছিল সেখানেও সুযোগ পেয়েছিলেন তিনি। রবিন মিঞ্জ একজন পাওয়ার হিটার। ক্লাব ক্রিকেটে তিনি পাওয়ার হিটার হিসেবে পরিচিত। তাঁর স্ট্রাইক রেট ১৪০'র পাশাপাশি। আইপিএলের মক নিলামে রবিন মিঞ্জকে বাঁহাতি কায়রন পোলার্ড হিসেবে অ্যাখ্যা দেওয়া হয়েছিল। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবীন উথাপ্পা এভাবেই রবিনের পরিচিতি ঘটিয়েছিলেন।
তবে রবিনের এই দুর্ঘটনা স্বাভাবিক ভাবেই চাপে ফেলল গুজরাট টাইটানসকে। কারণ আইপিএল শুরু হতে খুব বেশি দিন বাকি নেই। ইতিমধ্য়েই অনেক দল অনুশীলন শুরু করে দিয়েছে। ফলে টুর্নামেন্ট শুরু হওয়ার সপ্তাহ খানেক আগে মিঞ্জের এই দুর্ঘটনা চাপে ফেলেছেন গুজরাটকে। এখন এটাই দেখার বিষয় কত দ্রুত সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন এই তরুণ ক্রিকেটার।