এই মুহূর্তে চলছে একাধিক টেস্ট সিরিজ। একদিকে ভারত খেলছে ইংল্যান্ডের বিরুদ্ধে। আবার অন্যদিকে অস্ট্রেলিয়া টক্কর দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে। এখানেই শেষ নয়, সামনেই রয়েছে দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজও। সব মিলিয়ে এই মুহূর্তে গোটা ক্রিকেট বিশ্ব সাক্ষী হবে একগুচ্ছ টেস্ট ম্যাচের। তবে এই সবকিছুর মাঝে, উঠে এলো একটি বিশেষ খবর। কি সেই খবর? ২০২৫ এবং ২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে ইংল্যান্ডের মাটিতেই। এই প্রথম নয়, এর আগেও পরপর দুইবার ইংল্যান্ডে হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর। ফের এবার সেখানেই মেগা ম্যাচের আসর বসতে চলেছে
শুক্রবার, অর্থাৎ ২৬ জানুয়ারি, আইসিসির তরফ থেকে একটি আরএফপি অর্থাৎ প্রস্তাব দেওয়া হয়, যেখানে বলা হয়েছে আগামী তিন বছর, অর্থাৎ ২০২৪-২৭ সালের মধ্যে, কোন দেশগুলিতে আইসিসির যাবতীয় সব টুর্নামেন্টগুলি খেলা হবে। এতে দেখা গিয়েছে যে ২০২৫ এবং ২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য বেছে নেওয়া হয়েছে ইংল্যান্ডকে। জানা গিয়েছে, ২০২৫ সালের জন্য আগেই বেছে নেওয়া হয়েছে লর্ডসকে। ২০২৭ সালে কোন স্টেডিয়ামে খেলা হবে, তা নিয়ে এখনও কিছু ঠিক করা হয়নি। তবে প্রাথমিকভাবে, জুন মাসে ইংল্যান্ডে খেলার প্রস্তাব রাখা হয়েছে। বলে রাখা ভালো, এর আগে ইংল্যান্ডের মাটিতে ২০২১ ও ২০২৩ সালেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল টিম ইন্ডিয়া। যদিও খেতাব জিততে পারেনি ভারত। তবে এই দুই ফাইনালই হয়েছিল ইংল্যান্ডের মাটিতে।
প্রসঙ্গত, গতবছর অর্থাৎ ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হয় ইংল্যান্ডের মাটিতে। ফাইনালে মুখোমুখি হয় ভারত ও অস্ট্রেলিয়া এবং ম্যাচটি বড় ব্যবধানে পকেটে তুলে নেয় অজিরা। ২০৯ রানে জেতে তারা। এই ম্যাচের পরে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা দাবি করেছিলেন যে ভবিষ্যতে ইংল্যান্ডের বাইরে ফাইনালগুলি খেলানো উচিত। পাশাপাশি, তিনি আরও দাবি করেছিলেন যে জুন মাসের আগেও ফাইনাল খেলানো যেতেই পারে।
এমনকী ২০২১ সালে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও জায়গা করে নেয় ভারত। সেবার অবশ্য ভারতের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। কিন্তু সেই ম্যাচও ভারত জিততে পারেনি। কিউয়িদের বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয় তৎকালীন অধিনায়ক বিরাট কোহলিদের। তবে অধিনায়ক বদলালেও পরিস্থিতির বদল হয়নি। এখন এটাই দেখার বিষয় আগামীতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জিততে পারে কিনা ভারত।