বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG: আশা করি, যশস্বীর পা মাটিতে থাকবে, নতুনরা ভালো, আস্তে আস্তে শিখবে বড় রান করা- ম্যাচের পর সাফ দাবি রোহিতের
পরবর্তী খবর
IND vs ENG: আশা করি, যশস্বীর পা মাটিতে থাকবে, নতুনরা ভালো, আস্তে আস্তে শিখবে বড় রান করা- ম্যাচের পর সাফ দাবি রোহিতের
1 মিনিটে পড়ুন Updated: 05 Feb 2024, 04:37 PM ISTTania Roy
যশস্বী জয়সওয়াল প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করেন এবং শুভমন গিল দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকান। কিন্তু ভারতের অন্য কোনও ব্যাটার বড় স্কোর করতে পারেননি। অধিনায়ক রোহিত শর্মা বলেছেন যে, এই বিষয়টিতে নজর দিতে হবে।
রোহিত শর্মা।
বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ১০৬ রানে জিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। তবে টিম ইন্ডিয়ার ব্যাটিং পারফরম্যান্স নিয়ে উদ্বেগ রয়ে গিয়েছে টিম ম্যানেজমেন্টের। যশস্বী জয়সওয়াল প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করেন এবং শুভমন গিল দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকান। কিন্তু অন্য কোনও ব্যাটার বড় স্কোর করতে পারেননি। অধিনায়ক রোহিত শর্মা বলেছেন যে, এই বিষয়টিতে নজর দিতে হবে। পাশাপাশি এটি একটি তরুণ স্কোয়াড, যে কারণে অভিজ্ঞতার অভাব রয়েছে। যত তরুণ প্লেয়াররা খেলবেন, তত অভিজ্ঞতা বাড়বে।
ম্যাচের পর রোহিত বলেছেন, ‘ব্যাট করার জন্য উইকেট ভালো ছিল। অনেক ব্যাটসম্যানই শুরুটা ভালো করেছিল। কিন্তু বড় রানে সেই ইনিংস নিয়ে যেতে পারেনি। এই বিষয়টি আমাদের নজর দিতে হবে।’ সঙ্গে তিনি যোগ করেছেন, ‘তবে বেশির ভাগ প্লেয়ারই তরুণ, এই ফরম্যাটে একেবারে নতুন, কিছুটা সময় লাগবে। ওদের আত্মবিশ্বাস বাড়ানোটা জরুরি। এবং এই জয় অবশ্যই অনেক আত্মবিশ্বাস দেবে তরুঁদের। আর ওদের বলব, শুধু মাঠে নেমে স্বাধীন ভাবে নিজেদের খেলাটা খেলতে।’
তরুণদের উৎসাহ দিতে রোহিত আরও বলেছেন, ‘এমন একটি তরুণ স্কোয়াডকে পেয়ে আমি খুবই গর্বিত। এমন একটি দলের বিপক্ষে জেতাটা খুবই ইতিবাচক। এটা একটা ভালো চ্যালেঞ্জ ছিল। ইংল্যান্ড ভালো ক্রিকেট খেলছে। এই সিরিজ মোটেও সহজ হবে না। আরও তিনটি ম্যাচ খেলতে হবে। আমরা সব কাজ সঠিক ভাবে করে জয় নিশ্চিত করতে হবে।’
এই টেস্টে জয়ের জন্য জসপ্রীত বুমরাহ এবং যশস্বী জয়সওয়ালের অবদানের কথা আলাদা করে উল্লেখ করেছেন রোহিত। ফ্ল্যাট পিচে, যেখানে পেসাররা সেই ভাবে সুবিধেই পাননি, সেখানে বুমরাহ দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট তুলে নিয়েছেন। রোহিত বলেছেন, ‘বুমরাহ আমাদের জন্য একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। ও যখনই বল হাতে তুলে দেওয়া হোক না কেন, ও নিজের কাজটি করে দেয়। তবে এমন একটি খেলা জেতার পর সামগ্রিক পারফরম্যান্সের দিকে নজর দিতে হবে। আমরা জানি যে এই পরিস্থিতিতে টেস্ট ম্যাচ জেতা সহজ ছিল না। তবে, বোলাররা ভালো করেছে।’
এই টেস্টের প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল দ্বিশতরান না হাঁকালে ভারত হয়তো মুখ থুবড়ে পড়ত। রোহিত ম্যাচের পর তরুণ প্লেয়ারের প্রশংসা করে অবশ্য বলেছেন, ‘জয়সওয়াল খুব ভালো প্লেয়ার। ও নিজের খেলাটি বোঝে। তবে ওকে একটি দীর্ঘ পথ যেতে হবে। অবশ্যই এটি একটি ব্যতিক্রমী নক ছিল। দলকে দেওয়ার জন্য ওর হাতে অনেক কিছু আছে, আমি আশা করি ও মাটিতে পা রেখে চলবে।’