দীর্ঘ ৩ বছর পরে যে থেকে জাতীয় দলে কামব্যাক করেছেন, ভারতের টি-২০ দলের মুশকিল আসান হয়ে দেখা দিয়েছেন বরুণ চক্রবর্তী। রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ভারত চাপে ছিল এমনটা নয়, তবে বল হাতে নিয়েই ব্রিটিশ ব্যাটারদের ত্রাসে পরিণত হন বরুণ। কেকেআর তারকা একাই পাঁচটি উইকেট নিয়ে ইংল্যান্ডের ইনিংসে ধস নামান।
রাজকোটে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ভারত টস জিতে শুরুতে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ডকে। ব্রিটিশরা ৫ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৪৯ রান তুলে শক্ত ভিত গড়ে ফেলে। ঠিক তখন পাওয়ার প্লের মধ্য়েই বরুণকে বোলিং আক্রমণে নিয়ে আসেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।
পাওয়ার প্লেতে সেট হয়ে যাওয়া বেন ডাকেট ও জোস বাটলারকে বল করেও নিজের প্রথম ওভারে মাত্র ৩ রান খরচ করেন বরুণ। ইনিংসের নবম ওভারে পুনরায় বল করতে আসেন বরুণ। তিনি ডাকেটের কাছে একটি বাউন্ডারি হজম করলেও শেষ বলে বাটলারের উইকেট তুলে নেন। উইকেটকিপার সঞ্জু স্যামসনের দস্তানায় ধরা পড়েন বাটলার। নিজের দ্বিতীয় ওভারে ৯ রান খরচ করেন বরুণ। অর্থাৎ, নিজের প্রথম ২ ওভারে সাকুল্যে ১২ রান খরচ করে ১টি উইকেট নেন বরুণ।
আরও পড়ুন:- 4,4,4,4,4,0,6: রাজকোটে ঝোড়ো হাফ-সেঞ্চুরির পথে ৭ বলে ৫টি চার ও ১টি ছক্কা ডাকেটের
হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া বরুণের
ইনিংসের ১৪তম ওভারে তৃতীয়বার বল করতে আসেন বরুণ। দ্বিতীয় বলেই জেমি স্মিথ ছক্কা হাঁকান বরুণকে। ওভারের তৃতীয় ও চতুর্থ বলে তিনি পরপর তুলে নেন জেমি স্মিথ ও জেমি ওভার্টনের উইকেট। স্মিথ বড় শট খেলার চেষ্টায় ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন। ওভার্টন ক্রিজে এসেই রিভার্স শট খেলার চেষ্টায় বোল্ড হন।
ব্যক্তিগত হ্যাটট্রিকের সুযোগ থাকলেও বরুণ সেই ওভারের পঞ্চম বলে উইকেট নিতে পারেননি। নিজের তৃতীয় ওভারে ৮ রান খরচ করে ২টি উইকেট নেন বরুণ। অর্থাৎ, ৩ ওভারে ২০ রান খরচ করে ৩টি উইকেট নেন তিনি।
আরও পড়ুন:- Virat Kohli's Ranji Stats: ৫০ টপকেছেন ১০ বার, রঞ্জি ট্রফিতে কেমন খেলেছেন কোহলি?
ইনিংসে ৫ উইকেট বরুণ চক্রবর্তীর
ইনিংসের ১৬তম ওভারে নিজের কোটার শেষ ওভার বল করতে আসেন বরুণ। চতুর্থ বলে তিলক বর্মার হাতে ধরা দেন ব্রাইডন কার্স। ষষ্ঠ বলে জোফ্রা আর্চারকে বোল্ড করেন বরুণ। নিজের চতুর্থ ওভারে ৪ রান খরচ করে ২টি উইকেট নেন তিনি। সুতরাং, ৪ ওভারের বোলিং কোটায় ২৫ রান খরচ করে ৫টি উইকেট নেন চক্রবর্তী।
এই নিয়ে আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে দ্বিতীয়বার ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন বরুণ চক্রবর্তী। তিনি দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ১৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন। সুতরাং, নিজের আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারের দ্বিতীয় সেরা বোলিং পারফর্ম্যান্স উপহার দেন বরুণ। রাজকোটে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে ইংল্যান্ড।