পিছন দিকে দৌড়ে গিয়ে পুরো ডাইভ মেরে অবিশ্বাস্য ক্যাচ ধরলেন রাধা যাদব। সেই অবিশ্বাস্য ক্যাচে হতবাক হয়ে গেলেন ধারাভাষ্যকার, বিশেষজ্ঞ, নেটিজেন এবং ফ্যানরা। এমনকী নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত ৭৬ রানে হেরে গেলেও সকলের চোখেই ওই ক্যাচটা লেগে রয়েছে। যে ক্যাচটা রবিবার আমদাবাদে নিউজিল্যান্ডের ইনিংসের ৩২ তম ওভারে নেন রাধা। ওই ওভারের তৃতীয় বলে প্রিয়া মিশ্রের বলে বড় শট মারতে যান ব্রুক হ্যালিডে। কিন্তু ব্যাট এবং বলের ঠিকমতো সংযোগ হয়নি। ফলে এক্সট্রা-কভার অঞ্চলের দিকে বলটা উড়ে যায়। পিছন দিকে দৌড়ে নিজের শরীরটা পুরো শূন্যে ছুড়ে দেন। পুরো শূন্যে ভেসে দু'হাত দিয়ে ক্যাচটা ধরেন রাধা। দু'হাত দিয়ে ধরার ফলে রাধা মাটিতে পড়লেও বলটা হাত থেকে বেরিয়ে যায়নি।
ইতিহাসের অন্যতম সেরা ক্যাচ
আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। হতবাক হয়ে গিয়েছেন ধারাভাষ্যকার। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে যে ভিডিয়ো পোস্ট করা হয়েছে, তাতে ধারাভাষ্যকারকে বলতে শোনা যায়, 'ওওওওও! কী অবিশ্বাস্য ক্যাচ। অবিশ্বাস্য ক্যাচ ধরলেন রাধা যাদব। দুর্ধর্ষ। জীবনে যত ক্যাচ দেখবেন, তার মধ্যে অন্যতম সেরা এটা।'
ওই ভিডিয়োর কমেন্টে এক নেটিজেন বলেন, 'অবিশ্বাস্য ক্যাচ।' এক নেটিজেন আবার বলেন, 'রাধা যাদব আদৌও মানুষ তো?' অপর এক নেটিজেন আবার বলেন, 'অবিশ্বাস্য!! পিছন দিকে দৌড়ে এরকম ক্যাচ নেওয়া সম্ভবত সবথেকে কঠিন কাজ। রাধা যাদব ভারতীয় দলের সবথেকে ভালো ফিল্ডার।'
আরও পড়ুন: IND W vs NZ W: কাজে এল না সাইমা-রাধার লড়াই, নিউজিল্যান্ডের কাছে ৭৬ রানে হারল হরমনপ্রীতদের ভারত
সবই করতে হবে রাধা যাদবকে!
তবে সেই ক্যাচের পরেও জিততে পারেনি ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২৫৯ রান তোলে নিউজিল্যান্ড। ৮৬ বলে সর্বোচ্চ ৭৯ রান করেন নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন। ভারতের হয়ে ১০ ওভারে ৬৯ রান দিয়ে চারটি উইকেট নেন রাধা। দুটি উইকেট নেন দীপ্তি শর্মা। একটি করে উইকেট পান সাইমা ঠাকুর এবং প্রিয়া।
নবম উইকেটে ৭০ রান যোগ ভারতের
সেই রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের জঘন্য ফর্মের 'ছন্দ' ধরে রেখে শূন্য রানে আউট হয়ে যান স্মৃতি মন্ধানা। তারপর মিডল অর্ডারও পুরোপুরি ব্যর্থ হয়। ভারতের হয়ে সর্বোচ্চ রানই করেন রাধা। ৬৪ বলে ৪৮ রান করেন। ৫৪ বলে ২৯ রান করেন সাইমা। নবম উইকেটে তাঁরা ১০২ বলে ৭০ রান যোগ করেন। কিন্তু সেটা যথেষ্ট ছিল না। ৪৭.১ ওভারে ১৮৩ রানে অল-আউট হয়ে যায় ভারত। ৭৬ রানে জিতে যায় নিউজিল্যান্ড।