মাত্র ৪৭ বলে ক্রিকেট খেলা দেখেছেন কখনও? তাও আবার আন্তর্জাতিক ক্রিকেটে? এরকমই একটি ঘটনা ঘটল বাহারিন বনাম ইন্দোনেশিয়ার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে। দু’দলের পাঁচ ওভার করে খেলার কথা ছিল। সেখানে মাত্র ৪৭ বলেই ফয়সালা হয়ে যায় ম্যাচের। তবে এবার প্রথম নয়, এর আগে গত বছরের শেষে নাইজেরিয়া বনাম বৎসোয়ানা ম্যাচেও এই একই ঘটনা ঘটতে দেখা গিয়েছিল।
৪৭ বলে ফয়সালা ক্রিকেট ম্যাচের:
বৃহস্পতিবার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্দোনেশিয়া এবং বাহারিন। খেলাটি ছিল ইন্দোনেশিয়ার ঘরের মাঠে। বৃষ্টির কারণে খেলা সংক্ষিপ্ত হয়ে পাঁচ ওভারের দাঁড়ায়। টসে জিতে প্রথমে বাহারিন বল করার সিদ্ধান্ত নিয়েছিল। সেখানেই বাহারিনের বোলারদের দাপটের সামনে ৫ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে মাত্র ২৭ রান তুলতেই সক্ষম হয় ইন্দোনেশিয়া। জবাবে রান তাড়া করতে নেমে ২.৫ ওভারেই বিনা উইকেট হারিয়ে সেই রান তুলে ফেলে বাহারিনের ওপেনাররা।
সিরিজে এগিয়ে বাহারিন:
পাঁচটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে রয়েছে বাহারিন। এখনও পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে দু’টিতে জয়লাভ করেছে তারা। পরাজিত হয়েছে একটিতে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬৩ রানে জয় পেয়েছিল তারা। সেখানে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলেছিল বাহারিন। জবাবে ৯৩ রানে অল-আউট হয়ে যায় ইন্দোনেশিয়া। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০ উইকেটে জয় বাহারিনের। তবে তৃতীয় টি-২০ ম্যাচে ঘুরে দাঁড়ায় ইন্দোনেশিয়া। প্রথমে ব্যাট করে ১২৮ রানে অল-আউট হয়ে যায় বাহারিন। জবাবে ২ উইকেট হারিয়ে ২ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইন্দোনেশিয়া। এখনও সিরিজের দুটি ম্যাচ বাকি রয়েছে।
এর আগেও ৪৭ বলে ম্যাচের ফয়সালা হয়েছে:
২০২৪ সালের ডিসেম্বরে একই ঘটনা ঘটেছিল। সেই বছর টি-২০ আফ্রিকা কন্টিনেন্টাল কাপে মুখোমুখি হয়েছিল নাইজেরিয়া এবং বৎসোয়ানা। সেখানে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বৎসোয়ানা। তারা ৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪৯ রান তুলেছিল। তা তাড়া করতে নেমে মাত্র ২.৫ ওভারেই বিনা উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নাইজেরিয়া। সেই প্রতিযোগিতার ফাইনালেও পৌঁছে গিয়েছিল তারা। তবে সেখানে উগান্ডার কাছে পরাজিত হতে হয়েছিল।