শুভব্রত মুখার্জি:- চলতি আইপিএলে শুরুটা ভালো হয়নি মুম্বই ইন্ডিয়ান্স দলের। প্রথম দিকে পরপর কয়েকটি ম্যাচে হারতে হয় তাদের। এরপর যদিও তারা ধীরে ধীরে কামব্যাক করার ইঙ্গিত দিয়েছে। নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে তারা হারিয়ে দিয়েছে আরসিবিকে।
চলতি মরশুম শুরুর আগেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বে রদবদল হয়। রোহিত শর্মার হাত থেকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় হার্দিককে। নয়া নেতা হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স দল তাদের পরবর্তী ম্যাচ খেলবে সিএসকের বিরুদ্ধে। তার আগেই এক মজার ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের টিম বাস চালকের ভূমিকায় রয়েছেন দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা!
সম্প্রতি সকলকে চমকে দিয়ে নয়া ভূমিকায় অবতীর্ণ হয়েছেন রোহিত শর্মা। রোহিতকে নয়া ভূমিকায় অবতীর্ণ হতে দেখে অবাক হয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে তাঁর সতীর্থরাও। 'বাসচালক' রোহিতের একটি ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যা মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। ইন্টারনেটে যা আগুনের গতিতে শেয়ারও হয়েছে।
রোহিত শর্মাকে বারবার হাল্কা মেজাজে দেখা গিয়েছে চলতি আইপিএলে। গত আরসিবি ম্যাচেও তাঁকে হালকা মেজাজে দেখা গিয়েছে। আইসিবির দীনেশ কার্তিক ব্যাট করতে আসার পরে মজার ছলে তাঁকে স্লেজিং করতে দেখা যায়। স্ট্যাম্প মাইকে ধরা পড়ে রোহিত বলছেন 'সাবাশ ডিকে এবার বিশ্বকাপে খেলতে হবে তো'!
আর এরপরেই এদিন রোহিতকে দেখা গিয়েছে হাসিমুখে টিম বাস চালাতে। যা উপভোগ করেছেন তাঁর সতীর্থরা। প্রিয় ক্রিকেটারকে টিম বাস চালাতে দেখে অবাক হয়ে গিয়েছেন তাঁর ভক্তরাও। মাঠ এবং মাঠের বাইরে রোহিতের ক্রিয়াকলাপ বারেবারেই নজর কেড়েছে তাঁর ভক্তদের।
প্রসঙ্গত চলতি আইপিএলে ব্যাট হাতেও খুব একটা ভালো ফর্মে নেই রোহিত শর্মা। তিনি অবশ্য মুম্বই ইন্ডিয়ান্সের শেষ ম্যাচে ব্যাট হাতে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। আরসিবির বিরুদ্ধে প্রথম উইকেটে ইশান কিষানের সঙ্গে জুটি বেঁধে শতরানের গণ্ডি পার করিয়েছিলেন দলকে। ঘটনাচক্রে ওপেনার হিসেবে আইপিএলে রোহিতের আবার এটাই প্রথম শতরানের জুটি। ম্যাচে ৩৮ রান করেই আউট হন রোহিত।