চেন্নাই সুপার কিংসের প্লে-অফের আশা শেষ। প্রথম দল হিসেবে তারা আইপিএল ২০২৫ থেকে ছিটকেই গেল। যদিও তাদের এখনও চারটি ম্যাচ বাকি। তবু অঙ্কের হিসেবে আর প্লে-অফে ওঠার সুযোগ নেই চেন্নাইয়ের। এদিকে বুধবার (৩০ এপ্রিল) চেন্নাই সুপার কিংসকে হারিয়ে এদিন আইপিএল পয়েন্ট টেবলে বড় লাফ দিল পঞ্জাব কিংস। তারা পাঁচ নম্বর থেকে একেবারে দুইয়ে উঠে এল। যার ফলে, মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্স এক ধাপ করে নেমে গেল। এই তিন ♏দল এখন রয়েছে যথাক্রমে তিন, চার এবং পাঁচ ♏নম্বরে। এর বাইরে এই ম্যাচের পর বাকি দলগুলির অবস্থানের কোনও পরিবর্তন হয়নি।
আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবলের সর্বশেষ আপডেট:
১๊) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ১০ ম্যাচে ৭টি জয়, ৩টি হার, ১৪ পয়েন্ট (নেট রানরেট +০.৫২১)
২) পঞ্জাব কিংস- ১০ ম্যাচে ৬টি জয়, ৩টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৩ পয়েন্ট (নেট রানরেট +🐓০.১৯৯)
৩) মুম্বই ইন্ডিয়ান্স- ১০ ম্যাচে ৬টি জয়, ৪টি হার, ১২ পয়েন🌳্ট (নেট রানরেট +০.৮৮৯)
৪) গ🌟ুজরা🍰ট টাইটান্স- ৯ ম্যাচে ৬টি জয়, ৩টি হার, ১২ পয়েন্ট (নেট রানরেট +০.৭৪৮)
৫)♏ দিল্লি ক্যাপিটালস- ১০ ম্যাচে ৬টি জয়, ৪টি হার, ১২ পয়েন্ট (নেট রানরেট +০.৩৬২)
৬) লখনউ সুপার জায়ান্টস- ১০ ম্যাচে ৫টি জয়, ৫টি হার,ꦿ ১০ পয়েন্ট (ꦚনেট রানরেট -০.৩২৫)
৭) কলকাতা নাইট রাইডার্💧স- ১০ ম্যাচে ৪টি জয়, ৫টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ৯ পয়েন্ট (নেট রানরেট +০.২৭১)
ℱ ৮) রাজস্থান রয়্যালস- ১০ ম্যাচে ৩টি জয়, ৭টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট -০.৩৪৯)
৯) সানরাইজার্স হায়দরাবাদ- ৯ ম্যাচে ৩টি জয়, ৬টি হার, ৬ পয়েন্টꦯ (নেট রানরেট -১.১০৩)
১০) চেন্নাই সুপার কিংস- ১০ ম্যাচে ২টি জ✱য়, ৮টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -১.২১১)
ছিটকে গেল চেন্নাই সুপার কিংস: প্রথম দল হিসেবে আইপিএল ২০২৫ থেকে একেবারেই ছিটকে ♍গেল চেন্নাই সুপার কিংস। তারা এদিন পঞ্জাব কিংসের কাছে ৪ উইকেটে হেরে যায়।
আরও পড়ুন: রিঙ্কুকে কেন চড় মেরেছিলেন কুলদীপ? বিতর্কের মাঝেইꦬ পালটা ♛নতুন ভিডিয়ো পোস্ট করল KKR
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পুরো ওভারও খেলতে পারেনি সিএসকে। তারা ১৯.২ ওভারে ১৯০ রানে অলআউট হꦦয়ে যায়। সিএসকে-র হয়ে সর্বোচ্চ স্কোর করেন স্যাম কারান। তিনি চারটি ছক্কা এবং ৯টি চারের হাত ধরে ৪৭ বলে ৮৮ রান করেন। পঞ্জাবের হয়ে যুজবেন্দ্র চাহাল নেন ৪ উইকেট।