আইপিএল ২০২৫ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের। আইপিএলে ঘরের মাঠে এবারে টানা পাঁচ ম্যাচে পরাজিত হয়েছে এমএস ধোনির দল। পঞ্জাব কিংস🐠 এই মরশুমে দুবারের সাক্ষাৎেই চেন্নাইকে হারাল। এখꦗনও চার ম্যাচ বাকি থাকলেও তার আগেই অফিশিয়ালি ধোনির দল এবারের আইপিএলের প্লে অফের দৌড় থেকে এলিমিনেট হয়ে গেল।
পরপর দুবার প্লে অফে উঠল না চেন্নাই
এই নিয়ে পরপর দুবার আইপিএলের প্লে অফে যেতে পারল না চেন্নাই সুপার কিংস। যা তাঁদের ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে বিরল। দলের খারাপ পারফরমেন্সের দায় অবশ্য শুধু রুতুরাজ গায়কোয়াড়ের ওপর মোটেই পড়ে না। কারণ ধোনি নিজেও কিন্তু চেনা ছন্দে নেই। বরং বলা ভালো, নিজের কেরিয়ারে যেরকমভাবে তিনি ღএতকাল খেলে এসেছেন, এখন মাহির পারফরমেন্সে তাঁর নিজেরই অতীতের পারফরমেন্সের ছায়ামাত্র। এরই মধ্যে শ্রেয়স আইয়ারের বিরুদ্ধে দলের হারের পর মুখ খুললেন সিএসকের অধিনায়ক। যদিও বোলার নয়, আবারও ব্যাটারদের দিকেই আঙুল তুললেন পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দলের অধিনায়ক।
ব্যাটিংয়েই নজর দিতে হবে, বলছেন মাহি
মহেন্দ্র সিং ধোনি হা𒈔রের পর বলছেন, ‘ আমার মনে হয়ত ব্যাটিংয়েই নজর দিতে হবে। এটা ঠিক যে আমরা এবারের আইপিএলে প্রথম আজকের ম্যাচে ভালো রান তুলতে পেরেছিলাম, কিন্তু তাও আমরা পার স্কোরের থেকে পিছনেই ছিলাম। এটা হয়ত দলের ব্যাটারদের থেকে একটু বেশি চাওয়া হয়ে যাবে, কিন্তু আমাদের আরেকটু রান দরকার। স্যাম কারান এবং ব্রেভিসের আজকের পার্টনারশিপটা দুর্দান্ত ছিল। আমাদের ক্যাচগুলো আমাদের নিতে হবে। ’।
এরপর সিএসকের অধিনায়ক মাহ✤ি ইংরেজ তারকা স্যাম কারানের প্রশংসা করে বলেন, ‘স্যাম কারান একজন লড়াকু ক্রিকেটার, সেটা আমরা জানি। দুর্ভাগ্যজনকভাবে এতদিন যে উইকেটেই ওকে সুযোগ দিতে ꦕচেয়েছি, সেই উইকেটটাই স্লো ছিল। কিন্তু আজকের উইকেটটা এই মরশুমে আমাদের ঘরের মাঠের সেরা উইকেট ছিল। ’।
ব্রেভিসের প্রশংসায় ধোনি
প্রোটিয়াদের তারকা ক্রিকেটার ডিওয়াল্ড ব্রেভিসের পারফরমেন্স নিয়েও উচ্ছসিত মাহি। তিনি বলছেন, ‘ব্রেভিসের গায়ে যথেষ্ট জোর রয়েছে, যে ও মিডল অর্ডারে মোমেন্টাম এগিয়ে নিয়ে যেতে পারে, ও ভালো বলও🐠 চার ছয় মারতে পারে। খুব ভালো ফিল্ডিং করে। ওর থাকা ফিল্ডিংয়ের সময়ও দলকে উজ্জীবিত করে। আগামী দিনে আমাদের দলের বড় অস্ত্র হয়ে ওঠার সব মশলাই রয়েছে ওর মধ্যে। ’