শুভব্রত মুখার্জি: নিউজিল্যান্ড হোক কিংবা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে বিশেষ করে সংক্ষিপ্ত ফর্ম্যাটে অন্যতম সেরা ব্যাটার কেন উইলিয়ামসন। সামনেই রয়েছে ওডিআই বিশ্বকাপ। সেই বিশ্বকাপে তিনি আদৌও খেলতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে লড়াই কিন্তু ছাড়ছেন না কেন উইলিয়ামসন। বিশ্বকাপের আগেই ফিট হয়ে ওঠার লড়াই ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন কিউয়ি অধিনায়ক। দলের জন্য উইলিয়ামসনের উপস্থিতি যে কতটা গুরুত্বপূর্ণ তা জানেন কোচ গ্যারি স্টেড। আর উইলিয়ামসনের এই লড়াইয়ের ফলে ওডিআই বিশ্বকাপে তাঁকে দেখতে পাওয়ার আশায় বুক বাঁধতে শুরু করেছেন কিউয়ি সমর্থকরা। তবে বাস্তবে আদৌও তা কতটা সম্ভব! স্বয়ং কেন উইলিয়ামসন জানাচ্ছেন ওয়ানডে বিশ্বকাপে খেলার লক্ষমাত্রা যথেষ্টই কঠিন।
প্রসঙ্গত অনুশীলনে কয়েকদিন আগেই ফিরেছেন কেন উইলিয়ামসন। নেটে ব্যাটিং করতেও দেখা গিয়েছে কেন উইলিয়ামসনকে। তবে পুরোপুরি সুস্থ হয়ে কবে ফের ২২ গজে ফিরতে পারবেন তার কোনও নিশ্চয়তা নেই। বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলার একটা হাল্কা সম্ভাবনার কথা শোনা গেলেও সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন তিনি। বিশ্বকাপে খেলতে পারবেন কিনা সেই বিষয়েও নিশ্চয়তা দিতে পারলেন উইলিয়ামসন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন উইলিয়ামসন জানালেন, ‘বিষয়টি জটিল (২২ গজে ফেরার বিষয়টি)। তবে শুরু করতে হবে ছোট ছোট লক্ষ্য ঠিক করেই। এইভাবেই এগিয়ে যেতে হবে। কত তাড়াতাড়ি সেরে উঠতে পারব তার ওপরও অনেক কিছু নির্ভর করছে। স্ট্রেনথ নিয়ে, মুভমেন্ট নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে কাজ করা যায় কিন্তু সবার আগে সেরে উঠতে হবে। সেই সময় আসার আগে অনেক কিছুই পর্যবেক্ষণ করতে হবে। সবকিছু বিবেচনা করে তাই সিরিজটি খেলতে গেল (বাংলাদেশের বিপক্ষে) বেশ তাড়াহুড়া করা হয়ে যাবে। বিশ্বকাপে খেলা সব সময়ই বিশেষ একটা জিনিস। মাঠে ফিরতে পারব কবে, এই মুহূর্তে এটা নিয়ে কিছু বললে কেবল অনুমানের ভিত্তিতে বলা হবে। এখনও অনেক কাজ করতে হবে ফিটনেস নিয়ে। ফিজিও, নিউজিল্যান্ড ক্রিকেট ও সাপোর্ট স্টাফের সঙ্গে তাদের দেওয়া প্রোগ্রাম আমি স্রেফ অনুসরণ করছি। এটা বেশ কঠিন। কারণ কোনো দিন বেশ ভালো যায়,আবার কোনও দিন একটু ভিন্ন। তখন (চোটে পাওয়ার পর) বিশ্বকাপে খেলার সম্ভাবনা ক্ষীণ ছিল।এখনও আমি বলব বিষয়টা কঠিন লক্ষ্য।’
উইলিয়ামসন আরও বলেন, 'বিশ্বকাপের ভাবনা থাকা অবশ্যই অনুপ্রেরণাদায়ক। এর ফলে আপনি (সেরে ওঠার পথে) উন্নতি দেখানোর চেষ্টা করবেন যাতে তাড়াতাড়ি সেরে উঠতে পারেন।' উল্লেখ্য আইপিএলের এবারের আসরে সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে গুজরাট টাইটান্সে যোগ দিয়েছিলেন উইলিয়ামসন। উদ্বোধনী ম্যাচে চোট পেয়ে মাঠ গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যান তিনি। এসিএল লিগামেন্ট ছিঁড়ে যাওয়াতে অস্ত্রোপচার হয় তাঁর। পরবর্তীতে ক্রিকেটে ফেরার জন্য রিহ্যাব প্রক্রিয়া শুরু করেন উইলিয়ামসন।