সদ্যই অনুষ্ঠিত হল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ। সেই ম্যাচে বরকে সাপোর্ট করতে মাঠে হাজির ছিলেন অনুষ্কা শর্মা। আর এই ম্যাচেই একটা সময় বিরাট কোহলি যখন ব্যাট করছিলেন তখন আচমকাই তাঁর হেলমেটে বল ছিটকে এসে লাগে। আর তাতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুষ্কা শর্মা।
আরও পড়ুন: ফের গোলমাল স্টুডিও পাড়ায়! টেকনিশিয়ানদের দীর্ঘদিন বেতন না বাড়ায় নতুন মেগার শ্যুটিংয়ে বাধা?
আরও পড়ুন: অঙ্কুশের পর টলিউডে আর কোনও প্রতিষ্ঠিত নায়ক নেই, দাবি ঐন্দ্রিলার! বললেন, 'আমাদের ইন্ডাস্ট্রিতে...'
কী ঘটেছে?
এদিন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে অনুষ্কা শর্মা একটি বেগুনি রঙের টপ পরে ক্যাজুয়াল লুকে এসেছিলেন অনুষ্কা শর্মা। তাঁকে স্ট্যান্ডে দাঁড়িয়ে বেঙ্গালুরুর দলকে সমর্থন করতে দেখা যায়। এদিনের এই ম্যাচে দারুণ অ্যাগ্রেশনের সঙ্গে খেলছিলেন বিরাট কোহলি। কিন্তু একটা সময় যখন হঠাৎই বল এসে তাঁর হেলমেটে লাগে স্ট্যান্ডে বসেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুষ্কা শর্মা। চিৎকার করে ওঠেন তিনি।
এদিন এই ম্যাচের পরই ভাইরাল হয়ে যায় অনুষ্কা শর্মার সেই এক্সপ্রেশনের ভিডিয়ো। সেখানেই তাঁর অনুরাগীরা খেয়াল করেন যে বিরাটের হেলমেটে বল লাগা মাত্রই কেমন উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। যদিও বিরাটের কোনও আঘাত লাগেনি। তিনি বাকি ম্যাচটাও খেলেন।
শুক্রবারের এই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বিরাট কোহলি ৪৩ রান করেন। যদিও শেষ পাঁচ ওভারে এই ম্যাচে বেঙ্গালুরু তাদের মোমেন্টাম হারিয়ে ফেলে এবং হায়দরাবাদের কাছে ৪২ রানে পরাজিত হয়। বর্তমানে বেঙ্গালুরু তৃতীয় স্থানে আছে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, কিছুদিন আগেই বিরাট কোহলি টেস্ট ম্যাচ থেকে অবসর ঘোষণা করেছেন। তিনি অবসান ঘোষণা করতেই অনুষ্কা শর্মা স্বামীর জন্য একটি আবেগঘন পোস্ট করেন।