শুভব্রত মুখার্জি:- কলকাতা সহ গোট পশ্চিমবঙ্গের নাভিশ্বাস উঠেছে গ্রীষ্মের তীব্র দাবদাহে। এমন তপ্ত পরিবেশেই সোমবার চলতি আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস দল। এই ম্যাচকে ঘিরেও চড়চড় করে চড়েছিল উত্তেজনার পারদ। কারণ একদিকে যদি হয় হোম টিম শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স তবে অপর কারণ অবশ্যই কলকাতার ঘরের ছেলে, প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালস ক্যাম্পে উপস্থিতি।
এই দুই দলের 'ঘরোয়া' লড়াই দেখতে মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। তবে যতটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে বলে আশা করা গিয়েছিল ততটা লড়াই এদিন ম্যাচে হয়নি। তাঁর প্রধান কারণ দিল্লির ব্যাটিং ব্যর্থতা। ফলে একটা কার্যত একপেশে ম্যাচের সাক্ষী থেকেছেন দর্শকরা। আর এই কথার প্রতিধ্বনি যেন শোনা গিয়েছে দিল্লি অধিনায়ক ঋষভ পন্তের গলাতে।
ম্যাচে হারের পর দিল্লি ক্যাপিটালস অধিনায়ক জানিয়েছেন, 'টসে জিতে ব্যাট নেওয়াটা ছিল খুব ভালো একটা সিদ্ধান্ত। তবে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা খুব ভালো ব্যাট করতে পারিনি। ১৫০ রান সত্যিই গড়পড়তা স্কোর। বিশেষ করে এই উইকেটে যেভাবে বাকিরা রান করেছে। তবে এটাও ঠিক যে আমরা আমাদের ভুল ত্রুটি থেকেই শিখি। আর প্রতিটা দিন আমাদের দিন হবে না। এটাও মানতে হবে। দলগতভাবে আমরা যেভাবে এগোচ্ছিলাম তা বেশ ভালো ছিল (শেষ পাঁচ ম্যাচের চার ম্যাচেই জয় পেয়েছিল দিল্লি দল)। তবে টি -২০ ফর্ম্যাটে এইরকম (কেকেআর ম্যাচ) একটা আধটা ম্যাচ আসেই। এটা মেনে নিতে হবে।'
পন্ত আরও যোগ করেন, ‘তবে আমি মনে করি এই উইকেটে ১৮০-২১০ রানের মধ্যে করতে পারলে তা খুব ভালো স্কোর হতো। আমরা আমাদের বোলারদের পর্যাপ্ত রান বোর্ডে দিইনি যার উপর দাঁড়িয়ে ওঁরা লড়াই করতে পারে। এটা আমাদের ব্যর্থতা। এটা মেনে নিয়ে এখান থেকে শিক্ষা নিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
এইদিন ম্যাচে প্রথমে ব্যাট করে দিল্লি দল। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৩ রান করে। কেকেআরের হয়ে বরুণ চক্রবর্তী তিনটি উইকেট নেন। দলের হয়ে সর্বোচ্চ রান কুলদীপ যাদবের (৩৫)। জবাবে ব্যাট করতে নেমে ২১ বল বাকি থাকতে হাতে সাত উইকেট নিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রানের একটি মারমুখী ইনিংস খেলেন ফিল সল্ট।