প্রিমিয়র লিগের ব্যর্থতা ঝেড়ে ফেলে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের বিজয় ধ্বজা তুলে ধরল টটেনহ্যাম। ইউরোপা লিগের ফাইনালে তারা ১-০ গোলে হারিয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। ইউরোপা লিগ জিতে শুধু সুদৃশ্য ট্রফিই নয়, বরং মোটা টাকা প্রাইজ মানিও ঘরে তোলে টটেনহ্যাম। রানার্স হয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেও পায় পর্যাপ্ত অর্থ।
আপাতত দেখে নেওয়া যাক ইউরোপা লিগ থেকে কারা কত টাকা পুরস্কার পেল। চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে ইউরোপা লিগের পুরস্কার মূল্যের কতটা ফারাক, জেনে নেওয়া যাক সেই তথ্যও।
ইউরোপা লিগের প্রাইজ মানি
১. চ্যাম্পিয়ন (টটেনহ্যাম)- ১০.৯৫ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ১২৬ কোটি ৪ লক্ষ টাকা)।
২. রানার্স (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড)- ৫.৯০ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৬৭ কোটি ৮৯ লক্ষ টাকা)।
৩. সেমিফাইনালে হেরে যাওয়া দল- ৩.৫৪ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ কোটি ৭৩ লক্ষ টাকা)।
৪. কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া দল- ২.১১ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ কোটি ২৮ লক্ষ টাকা)।
৫. প্রি-কোয়ার্টার থেকে বিদায় নেওয়া দল- ১.৪৭ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ কোটি ৯১ লক্ষ টাকা)।
৬. নক-আউট রাউন্ড প্লে-অফ থেকে বিদায় নেওয়া দল- ২৫২৮০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৯০ লক্ষ টাকা)।
৭. লিগ পর্বের যোগ্যতা অর্জন করার জন্য প্রতি দল পাচ্ছে- ৩.৬ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৪১ কোটি ৪২ লক্ষ টাকা)।
৮. প্রতি ম্যাচ জয়ের জন্য বোনাস- ৩৭৯২০১ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি ৩৬ লক্ষ টাকা)।
৯. প্রতি ম্যাচ ড্র করার জন্য বোনাস- ১২৬৪০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৪৫ লক্ষ টাকা)।
১০. সরাসরি নক-আউটের যোগ্যতা অর্জন করার জন্য- ৫০৫০০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৫ কোটি ৮০ লক্ষ টাকা)।
১১. এই সব প্রাইজ মানি মিলিয়ে টুর্নামেন্টের মোট বরাদ্দের ৪০ শতাংশ দাঁড়ায়। বাকি অর্থ অংশগ্রহণকারী দল গুলির মধ্যে লভ্যাংশ হিসেবে ভাগ করে দেওয়া হয়। টিভি রাইটস থেকে পাওয়া অর্থেরও ভাগ পায় দলগুলি।
আরও পড়ুন:- অভিষেকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে নির্বাসিত দিগ্বেশ রাঠি, শাস্তি পেলেন SRH তারকাও
ম্যান ইউ এবারের ইউরোপা লিগে মোট ৯টি ম্যাচ জিতেছে, ৫টি ম্যাচ ড্র করেছে ও ১টি ম্যাচ হেরেছে। টটেনহ্যাম এবারের ইউরোপা লিগে ১০টি ম্যাচ জিতেছে, ৩টি ম্যাচ ড্র করেছে এবং ২টি ম্যাচে পরাজিত হয়েছে। উল্লেখ্য, ইউরোপা লিগ থেকে পরের বছরে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনের জন্য বাড়তি পুরস্কার মূল্য ঢোকে সংশ্লিষ্ট ক্লাবের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
উল্লেখ্য, ইউরোপা লিগ উয়েফার দ্বিতীয় সারির টুর্নামেন্ট। প্রথম সারির টুর্নামেন্ট হল চ্যাম্পিয়ন্স লিগ। তাই চ্যাম্পিয়ন্স লিগের পুরস্কার মূল্য ইউরোপা লিগের থেকে অনেক বেশি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দল পায় ইউরোপা লিগের চ্যাম্পিয়ন দলের প্রায় সমান অর্থ।
চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের পুরস্কার মূল্যের ফারাক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।