বাংলা নিউজ > ক্রিকেট > Pakistan vs Canada-ICC T20 World Cup-এ কানাডার বিপক্ষে ধীর গতিতে রান, বাড়ানো গেল না নেট রান রেট,পাল্টা সাফাই বাবর আজমের
পরবর্তী খবর
Pakistan vs Canada-ICC T20 World Cup-এ কানাডার বিপক্ষে ধীর গতিতে রান, বাড়ানো গেল না নেট রান রেট,পাল্টা সাফাই বাবর আজমের
1 মিনিটে পড়ুন Updated: 12 Jun 2024, 09:01 AM ISTMoinak Mitra
কানাডার মতো দুর্বল দলের বিরুদ্ধে ১০৭ রান তাড়া করে জিততেও পাকিস্তান দল সময় নিয়েছে ১৭.৩ ওভার, অর্থাৎ ১০৫ বল। প্রথম দুই ম্যাচ হেরে যেখানে খাদের ধারে রয়েছে দল, সেখানেই এমন ধীর গতিতে রান তুলে সমালোচনার মুখে রিজওয়ান, বাবররা।
আইসিসি টি২০ বিশ্বকাপে কার্যত খাদের কিনারায় রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। বুধবারের মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ভারতীয় দলের ম্যাচের ওপর তাঁদের ভাগ্য নির্ভর করবে। এরই মধ্যে মঙ্গলবার ছিল কানাডার বিরুদ্ধে তাঁদের মাস্ট উইন ম্যাচ। এই ম্যাচে প্রয়োজন ছিল, দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে নেট রান রেট ভালো করে নেওয়া। সেই মঞ্চ তৈরিও করে দিয়েছিলেন মহম্মদ আমির, হরিস রাউফরা। কিন্তু তা কাজে লাগাতে পারলেন না বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা। ম্যাচ জিতলেও তাঁরা যে গতিতে রান তুললেন, তাতে ফের সমালোচনার মুখে পড়লেন দুই পাক তারকা। কানাডার বিরুদ্ধে ধীর গতিতে রান তুলে নিজেদের কাজ নিজেরাই কঠিন করল পাকিস্তান ব্যাটাররা। যদিও ম্যাচ শেষে সাফাই দিলেন অধিনায়ক বাবর আজম।
কানাডার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের ইতিহাসে লজ্জার রেকর্ড গড়েছেন মহম্মদ রিজওয়ান। সব থেকে ধীর গতিতে অর্ধশতরান করেন তিনি। শেষ পর্যন্ত ৫৩ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটার। ফার্স্ট ডাউনে নেমে বাবর আজম করেন ৩৩ বলে ৩৩ রান, অর্থাৎ রিজওয়ানের মতো তাঁর স্ট্রাইক রেটও ছিল ১০০। টি২০ ফরম্যাটের নিরিখে যা অত্যন্ত খারাপ বলা যায়। ১০৭ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পাকিস্তানের লাগে ১৭.৩ ওভার, অর্থাৎ ১০৫ বল, এরপরই স্লো রানরেট নিয়ে বিশেষজ্ঞদের তোপের মুখে পড়ছেন পাক ক্রিকেটাররা।
সেই নিয়ে সাফাই দিয়ে বাবর আজম বলছেন, তাঁদের টার্গেট ছিল ১৪ ওভারের মধ্যেই ম্যাচ শেষ করা, কিন্তু পিচ খুব কঠিন ছিল। যদিও প্রশ্ন তুলে বিশেষজ্ঞরা বলছেন, এমনিতে পরপর দুই ম্যাচ হেরে নিজেদের পরিস্থিতি তো নিজেরাই কঠিন করেছে পাকিস্তান, এখন যদি কঠিন পিচে একটু দ্রুত গতিতে রানও না করতে পারে তাঁরা, তাহলে আর বিশ্বকাপ খেলতে গিয়ে লাভ কি? এত বড় ইভেন্টে কঠিন চ্যালেঞ্জ তো থাকবেই।
ম্যাচের শেষে বাবর আজম বলেন, ‘আমাদের জন্য এই জয়টা খুব জরুরি ছিল, তাই জিতে ভালো লাগছে। আমরা প্রথম ছয় ওভারেই বুঝে গেছিলাম, আমাদের সেরাটা দিতে হবে। ১৪ ওভারের মধ্যেই ম্যাচ জিততে হবে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে নেট রান রেটে টপকে যেতে পারব, কিন্তু উইকেটটা খুব কঠিন ছিল। একদমই ব্যাটিং সহায়ক ছিল না ’। বাবর আজম ৩৩ রান করার পর থার্ড ম্যানের হাতে ক্যাচ ধরা দিয়ে সাজঘরে ফেরেন।
কানাডার অধিনায়ক সাদ বিন জাফর বলছেন, ‘এই উইকেটে প্রথমে ব্যাট করা খুব কঠিন ছিল, আমরা ভেবেছিলাম ইতিবাচক ক্রিকেট খেলব, কিন্তু শুরুর দিকে এই উইকেট একদম ব্যাটারদের সাহায্য করেনি, তাই ২৫-৩০ রান কম তুলেছি আমরা, সেটাই পার্থক্য গড়ে দিয়েছে ’।