এনবিএ আবু ধাবি গেমস দেখতে সস্ত্রিক হাজির হলেন রোহিত শর্মা। বরাবরই ক্রিকেট ছাড়াও অন্যান্য বিভিন্ন খেলা দেখতে ভালোবাসেন হিটম্যান। সুযোগ পেলেই চলে যান খেলা উপভোগ করতে। এবার বাস্কেটবলের ম্যাচ দেখতেই তিনি আরবেই পৌঁছে যান। আর সেখানেই ভারতের টি২০ বিশ্বকাপজয়ী অধিনায়কের সঙ্গে দেখা হয়ে গেল এক ফুটবল বিশ্বকাপজয়ী অধিনায়কের।
আরও পড়ুন-ট্রিস্টান স্টাবসের শতরান! আরব সফরে অবশেষে সিরিজ জয়! আইরিশদের হারাল প্রোটিয়ারা…
স্ত্রী রিতিকার সঙ্গেই ম্যাচ দেখতে আবু ধাবিতে আয়োজকদের আমন্ত্রণে এনবিএ ম্যাচ দেখতে গেছিলেন রোহিত শর্মা। সেখানেই স্পেনের প্রাক্তন ফুটবলার তথা রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ইকার ক্যাসিয়াসের সঙ্গে দেখা হল রোহিত শর্মার। বরাবরের রিয়াল মাদ্রিদ ফ্যান রোহিত, রিয়ালের প্রাক্তন তারকার সঙ্গে দেখা করে ছবিও তোলেন। এরপর সেই ছবি সোশাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন-খারাপ পারফরমেন্সের শাস্তি? চার মাসের বেতন আটকে পাক ক্রিকেটারদের…শুরু নয়া বিতর্ক…
রোহিত শর্মার রিয়াল মাদ্রিদ প্রেম আজকের নতুন নয়। ছোট থেকেই স্প্যানিশ জায়ান্টদের ভক্ত হিটম্যান। অতীতে লস ব্ল্যাঙ্কোসদের ডেরা স্যান্তিয়াগো বার্নাব্যুতেও গেছিলেন রোহিত। ২০২০ সালে তাঁকে রিয়াল মাদ্রিদের তরফে এক জার্সি উপহার দেওয়া হয়েছিল। সঙ্গে তাঁর নামও লেখা ছিল রিয়ালের উপহার দেওয়া জার্সিতে। নম্বর লেখা হয়েছিল ৪৫। নিজের প্রিয় দলের হোম গ্রাউন্ডই সেবার ঘুরে দেখেছিলেন টি২০ ক্রিকেট থেকে সদ্য় অবসর নেওয়া এই তারকা ক্রিকেটার। এবার সেই দলেরই তারকার সঙ্গে সাক্ষাৎের সুযোগ মিস করলেন না হিটম্যান।
আরও পড়ুন-মাত্র ১ বলেই T20 বিশ্বকাপ শেষ! চোয়ালে বল লেগে মাঠ ছাড়লেন উইন্ডিজ ক্রিকেটার…
সম্প্রতি বাংলাদেশ সিরিজ জিতে ফুরফুরে মেজাজেই ছিলেন রোহিত শর্মা। আপাতত বাংলাদেশের সঙ্গে ভারতের টি২০ সিরিজ চলায় তিনি ছুটি কাটাতে বিদেশে গেছিলেন। সেখানেই স্পেনের বিশ্বকাপজয়ী দলের অধিনায়কের সঙ্গে দেখা হয়ে যায় ভারতের টি২০ বিশ্বকাপজয়ী অধিনায়কের। ২০১০ ফুটবল বিশ্বকাপে স্পেনের জার্সিতে বিশ্বকাপ জিতেছিলেন ক্যাসিয়াস। এর আগে ২০০৮ সালে ইউরো কাপও জেতেন এই কিংবদন্তি।
আরও পড়ুন-একটুর জন্য দ্বিশতরান হাতছাড়া ঈশ্বরণের! মুম্বইকে চালকের আসনে বসালেন মুলানি!
২০১৪ সালের পর থেকে ফর্মে পতন শুরু হয় ক্যাসিয়াসের। এরপর তিনি স্পেনের হয়ে অবসর নেন। রিয়াল মাদ্রিদও ছেড়ে দেন। স্প্যানিশ জায়ান্টদের হয়ে লা লিগা, সুপার কাপ, চ্যাম্পিয়নস লিগ, কোনও কিছুই জেতা বাকি রাখেননি ক্যাসিয়াস। তিনিও আবু ধাবিতে আয়োজকদের আমন্ত্রণে এনবিএ উপভোগ করতেই এসেছিলেন। অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজে ফের মাঠে নামতে দেখা যাবে রোহিত শর্মাকে।