রোহিত শর্মার প্রতি মুম্বই ইন্ডিয়া🌠ন্সের🐻 সমর্থকদের আস্থা কতটা, সেটা বোঝা গিয়েছে ইতিমধ্যেই। তবে মুম্বই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে রোহিত শর্মার সেই মধুচন্দ্রিমা যে এখন আর নেই, সেটাও কারও অজানা নয়। যে রোহিতের হাত ধরে ৫ বার আইপিএল ট্রফি জেতে মুম্বই ইন্ডিয়ান্স, গতবছর হঠাৎ করেই তাঁর নেতৃত্ব কেড়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। নতুন নেতা করে দলে ফেরানো হয় হার্দিক পান্ডিয়াকে।
রোহিতকে ক্যাপ্টেন্সি থেকে সরানোর বিরূপ প্রভাব পꦡড়ে মুম্বই ইন্ডিয়ান্সের ভাবমূর্তি ও জনপ্রিয়তায়। ঘরের মাঠেই সমর্থকদের তীব্র প্রতিবাদের মুখে পড়তে হয় মুম্বইকে। ওয়াংখেড়েতে বিদ্রুপ হজম করতে হয় মুম্বই ইন্ডিয়ান্সের নতুন ক্যাপ্টেন হার্দিক পানജ্ডিয়াকে।
রোহিত যে মুম্বই সমর্থকদের কাছে কতটা জনপ্রিয়, সেটা বোঝা যায় এবছরেও। সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর ম্যাচে ব্যাট হাতে সফল হননি রোহিত। তিনি ১টি ছক্কার সাহায্যে ১২ বলে মাত্র ১৩ রান করে সাজঘরে ফেরেন। তবে হর্ষিত রানার বলে রোহিত ছক্কা হাঁকানোর পরে দর্শকদের গর্জন শোনা ♉যায় অভাবনীয়। ১২৯ ডেসিবেলের সেই চিৎকার চলতি আইপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ।
সমর্থকদের আস্থাভাজন হলেও রোহিত সম্ভবত ফ্র্যাঞ্চাইজির কাছে আস্থা হারাচ্ছেন ধীরে ধীরে। অনেকেই ধরে নিয়েছিলেন যে, রোহিত শর্মা হয়তো নতুন মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে অন্য কোনও দলে যোগ দেবেন। ঠিক যেমনটা লোকেশ রাহুল লখনউ ফ্র্যাঞ্চাইজির খারাপ ব্যবহারের পরে সไরে যান দল থ💝েকে। তবে হিটম্যান সেই পথে হাঁটেননি। মুম্বই ফ্র্যাঞ্চাইজি সম্ভবত সমর্থকদের না চটাতেই রোহিতকে রিটেন করে। তবে চলতি মরশুমে রোহিত পরপর ৩ ম্যাচে ব্যর্থ হওয়ার পরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
আসলে সোমবার মুম্বই ইন্ডিয়ান্স কেকেআরের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিলেও উচ্ছ্বসিত ছিলেন না টিম মালღকিন নীতা আম্বানি। তাঁকে ম্যাচের শেষে গম্ভীর মুখে রোহিতের সঙ্গে কথা বলতে দেখা যায়। রোহিতের অভিব্যক্তিতেও উচ্ছ্বসিতভাব ছিল না মোটেও। সুতরাং, হিটম্যান কি ক্রমশ মুম্বই ইন্ডিয়ান্সের চক্ষুশূল হয়ে দাঁড়াচ্ছেন, এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক।
উল্লেখ্য, চেন্নাইয়ে সিএসকের বিরুদ্ধে প্রথম ম্যাচে খাতা খুলতে পারেননি রোহিত শর্মা। পরে আমদাবাদে গ♔ুজরাট টাইটানসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। সুতরাং, চলতি আইপিএলের তিন ম্যাচে রোহিতের ব্যক্তিগত সংগ্রহ সাকুল্যে (০+৮+১৩) ২১ রান।