বিতর্কে জড়ানো যেন অভ্যাসে পরিণত করেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। এমনিতেই ধারাভাষ্যের সময় তিনি এমন কিছু মন্তব্য করে বসেন, যার জেরে জাদেজার মতো ক্রিকেটারদের পাল্টা উত্তর দিতে হয়। এবার তিনি IPL 2025-র সেরা ব্যাটারদের তালিক🥃া তৈরি করতে গিয়েও এমন টুইস্ট দিলেন, য𓄧া দেখে কার্যত রেগে লাল ক্রিকেটপ্রেমিরা।
সঞ্জয়ের তালিকা থেকে বাদ কোহলি-সুদর্শন
সোশাল মিডিয়ায় বরাবরই ভারতীয় এবং বিদেশি ক্রিকেট নিয়ে নিজের মত পোষণ করে থাকেন সঞ্জয়। এবার তিনি বাছতে বসেছিলেন এবারের আইপিএলের ‘ব▨্যাটার্স দ্যাট ম্যাটার্স’ ক্রিকেটারদের। অর্থাৎ যে ব্যাটারদের পারফরমেন্সের কারণে দলের সামগ্রিকভাবে লাভ হয়েছে। এক্ষেত্রে টি২০ স্টাইলের ক্রিকেটকে তিনি প্রাধান্য দিতে গিয়ে এবারের আইপিএলে দুই টপ স্কোরারকেই বাদ দিয়ে দিয়েছেন।
৮ ম্যাচ থেকে সাই সুদর্শন করেছেন ৪১৭ রান, তিনি আপাতত অরেঞ্জ ক্যাপের তালিকায় রয়েছেন সবার ওপরে। আর দ্বিতীয় স্থানে রয়েছেন ಌ৩৭ বছর বয়সী বিরাট কোহলি🔯। তিনি ৯ ম্যাচে করেছেন ৩৯২ রান। স্পষ্টতই এই দুই ওপেনারের ব্যাটে ভালো পারফরমেন্সের সুবাদেই তাঁদের দলও এবারের IPL Points Table-এ রয়েছে টপ ফোরে। গুজরাট রয়েছে শীর্ষে আর আরসিবি রয়েছে তৃতীয় স্থানে।
ব্যাটার্স দ্যাট ম্যাটার্স লিস্টে নেই বিরাট
অথচ সঞ্জয় মঞ্জরেকর সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে যে ‘☂ব্যাটার্স দ্যাট ম্যাটার্সের ’ লিস্ট প্রকাশ করেছেন, সেখানে বিরাট-সুদর্শন বা মার্করামদের ঠাই হয়নি। সেখানে তিনি রান করার থেকেও বেশি স্ট্রাইক রেটকে প্রাধান্য দিয়েছেন, তাই সেই তালিকায় বিরাট-সুদর্শনের পরিবর্তে জায়গা পেয়েছে শ্রেয়স আইয়ার, প্রিয়াংশ আর্যরা।
সঞ্জয় মঞ্জরেকর সেই তালিকায় নাম দিয়েছেন
নিকোলাস পুরান- ৩৭৭ রান, স্ট্রাইক রেট ২০৫
প্রিয়াংশ আর্য- ২৫৪ রান, স্ট্রাইক রেট ২০২
শ্রেয়স আইয়ার- ২৬৩ রান, স্ট্রাইক রেট ১৮৫
সূর্যকুমার যাদব- ৩৭৩ রান, স্ট্রাইক রেট ১৬৭
জোস বাটলার ৩৫৬ রান, স্ট্রাইক রেট ১৬৬
মিচেল মার্শ ৩৪৪ রান, স্ট্রাইক রেট ১৬১
ট্র্যাভিস হেড ২৬১ রান, স্ট্রাইক রেট ১৫৯
হেনরিখ ক্লাসেন ২৮৮ রান,স্ট্রাইক রেট ১৫৭
কে এল রাহুল- ৩২৩ রান, স্ট্রাইক রেট ১৫৪
শুভমন গিল- ৩০৫ রান, স্ট্রাইক রেট ১৫৩
বিরাট, সুদর্শনদের মতো যশস্বী জসওয়ালও এই তালিকায় জায়গা পাননি অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম দশে থাকা সত্ত্বেও। এক্ষেত্রে তিনি স্ট্রাইক রেটতে꧑ বেশি প্রাধান্য দিলেও, দলের জয়ের ক্ষেত্রে যদি স্ট্রাইক রেটই সব হত তাহলে তাঁর তালিকায় জায়গা পাওয়া হেড-ক্লাসেনদের দল সানরাইজার্সেরই এবারের টপ ফোরে থাকা কথা ছিল, মনে করছে ক্র🍷িকেটমহল।