নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ লিগ ম্যাচে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাপ্টেন্সির হাতেখড়ি হতে পারে শুভমন গিলের। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী রবিবার দুবাইয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বিশ্রাম দিতে পারে রোহিত শর্মাকে।
রোহিত শর্মা পাকিস্তান ম্যাচের শুরুর দিকেই ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে হালকা চোট পেয়েছেন বলে খবর। তাঁকে মাঠ ছাড়ার সময় বেশ অস্বস্তিতে দেখায়। নিউজিল্যান্ড ম্যাচের আগে দলের প্র্যাক্টিস সেশনে হাজির থাকলেও রোহিত শর্মা পুরোদস্তুর নেটে ব্যাটিং করেননি। সেই কারণেই রোহিতের ১০০ শতাংশ ফিটনেস নিয়ে সংশয় দানা বাঁধে।
ভারতের সেমিফাইনালের টিকিট ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে। তাই সেমিফাইনালের আগে পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠতে রোহিতকে নিয়ম রক্ষার শেষ লিগ ম্যাচ থেকে সরিয়ে রাখতে পারে ভারতীয় দল। রোহিত না খেললে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন গিল, সেটা আগেই নির্ধারিত ছিল। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের ডেপুটি নির্বাচিত হয়েছেন তিনি।
রোহিতের জায়গায় ওপেনে কে?
তবে রোহিতের জায়গায় ওপেন করবেন কে, সেই বিষয়ে সংশয় দেখা দিতে পারে। এক্ষেত্রে লোকেশ রাহুলকে সামনে এগিয়ে দিতে পারে টিম ম্যানেজমেন্ট। কেননা লোকেশ রাহুলের টপ অর্ডারে ব্যাট করার বিস্তর অভিজ্ঞতা রয়েছে। আসলে ভারত প্রাথমিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রিজার্ভ ওপেনার হিসেবে যশস্বী জসওয়ালকে জায়গা করে দিয়েছিল। তবে শেষ মুহূর্তে চূড়ান্ত স্কোয়াড থেকে যশস্বীকে বাদ দিয়ে বরুণ চক্রবর্তীকে জায়গা করে দেন ভারতীয় নির্বাচকরা। যশস্বী থাকলে এমন পরিস্থিতিতে গিলের ওপেনিং পার্টনার হতেন তিনিই।
বর্তমান পরিস্থিতিতে ভারত রোহিতের জায়গায় মাঠে নামাতে পারে ঋষভ পন্তকে। তাঁকে নেটে বিস্তর ঘাম ঝরাতে দেখা যাচ্ছে। পন্তকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মিডল অর্ডারে খেলাতে পারে টিম ইন্ডিয়া। তিনি উইকেটকিপিংও করতে পারেন।
ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ লিগ ম্যাচ থেকে সরিয়ে রাখতে পারে মহম্মদ শামি এবং কুলদীপ যাদবকেও। সেক্ষেত্রে শামির বদলে মাঠে নামার সুযোগ পেয়ে যেতে পারেন আর্শদীপ সিং এবং কুলদীপের জায়গায় মাঠে নামতে পারেন বরুণ চক্রবর্তী। শামি ও কুলদীপ চোট সারিয়ে সদ্য মাঠে ফিরেছেন। তাই সেমিফাইনালের আগে তরতাজা রাখতে এমন সিদ্ধান্ত নিতে পারেন গৌতম গম্ভীররা।
রোহিত না খেললে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
শুভমন গিল (ক্যাপ্টেন), লোকেশ রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব/বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, মহম্মদ শামি/আর্শদীপ সিং।