২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডাকে ৭ উইকেটে হারাল মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে স্বাগতিক দেশ আমেরিকা। এই ম্যাচে প্রথমে ব্যাট করে কানাডা স🌟্কোর বোর্ডে ১৯৪ রান তুলে ছিল। অ্যারন জোন্সের ৪০ বলে ৯৪ রানের জ্বলন্ত ইনিংসের কারণে ১৭.৪ তম ওভারেই আমেরিকা এই লক্ষ্য অর্জন করে। ফলে সহজেই এই বড় স্কোর তাড়া করে নিয়ে বড় জয় নথীভুক্ত করে আ🔜মেরিকা।
২০২৪ সালের আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে জোন্স মাত্র ২২ বলে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি করেন। নিজের ইনিংসে তিনি চারটি চার ও ১০টি আকাশচুম্বী ছক্কা মেরে অপরাজিত ইনিংস খেলেন। ত👍ৃতীয় উইকেটে অ্যান্ড্রিস গাউসের সঙ্গে সেঞ্চুরি জুটিও গড়েন অ্যারন জোন্স। এই সময়ে আন্দ্রিস গাউস করেন ৪৬ বলে ৬৫ রান।
আরও পড়ুন… T20 W🐟C 2024 শুরুর আগেই ICC-র তরফ থেকে বিরাট কোহলির হাতে তু♔লে দেওয়া হল এই পুরস্কার
কেমন ছিল কানাডার ইনিংস-
ম্যাচের শুরুতেই টস জিতে ফিল্ডিং নিয়েছিল আমেরিকা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল কানাডা। অ্যারন জনসন এবং নবনীত ধালিওয়ালের ওপেনিং জুটিতে ✃কানাডিয়ান দল ভালো শুরু করেছিল। ৫.২ ওভারে ৪৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় কানাডা। এর পরেই পাওয়ারপ্লেতে ৫০ রান পূর্ণ করে দল। কানাডা প্রথম ধাক্কা পেয়েছিল অ্যারন জনসনে🐻র ফর্মে। তিনি ২৩ রানের ব্যক্তিগত স্কোরে হরমিত সিংয়ের শিকার হন, আর পরগট সিং ৫ রানে রানআউট হন।
আরও পড়ুন… T20 WC 2024-এর আগে ১৫ ♋কেজি ওজন কমিয়েছেন সূর্যকুমার যাদব! কঠিন ডায়েট প্ল্য়ানে রয়েছেন ‘SKY’
৩৬ বলে টুর্নামেন্টের প্রথম হাফ সেঞ্চুরি করেন নবনীত। ব্যক্তিগত ৬১ রানে কোরি অ্যান্ডারসনের শিকার হন তিনি। এরপর নিকোলাস কির্টন হাফ সেঞ্চুরি করেন এবং ব্যক্তিগ♏ত ৫১ রানে আউট হন নিকোলাস। শেষ পর্যন্ত, উইকেটরক্ষক শ্রেয়স মভভা ১৬ বলে ৩২ রানের ইনিংস খেলে দ✱লকে ২০০ রানের কাছাকাছি নিয়ে যান। এই সময়ে আমেরিকার আলি খান, হারমিত স্ং, সিজে অ্যান্ডারসন একটি করে উইকেট নেন।
কেমন ছিল আমেরিকার ইনিংস-
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভালো করেনি আমেরিকা। শূন্য রানে তারা তাদের প্রথম উইকেট হারায়। স্টিভেন টেলরকে সাজঘরে ফেরান কালিম সানা𒅌। এরপরে মোনাঙ্ক প্যাট💞েল ও আন্দ্রিস গাউস ইনিংসকে ইগিয়ে নিয়ে যান। তবে মোনাঙ্ক ১৬ বলে ১৬ রান করে সাজঘরে ফিরে যান। এরপরে আন্দ্রিস গাউসের সঙ্গে ইনিংস সামলান অ্যারন জোন্স। ৪৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেন আন্দ্রিস গাউস। নীখীল দত্তের বলে অ্যারন জনসনের হাতে ক্যাচ দিয়ে গাউস সাজঘরে ফেরেন। তবে বাকি কাজটা শেষ অ্যারন জোন্সের সঙ্গে শেষ করেন করি অ্যান্ডারসন। ১৭.৪ ওভারেই লক্ষ্য অর্জন করে তারা। এরফলে টুর্নামেন্টের প্রথম ম্যাচ জিতে ইতিহাস গড়ে ফেলল তারা।