আগামী ২৭ ফেব্রুয়ারি ১০৮ পুরসভার ভোট। তার আগে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বহরমপুর পুরসভা। এতদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলেছিলেন। দলের প্রার্থীদের ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ ছিল তাঁর। এবার তৃণমূল প্রার্থী কর্মী-সমর্থকদের ভয় দেখানোর অভিযোগ উঠল অধীরের বিরুদ্ধে। তৃণমূল কর্মী সমর্থকদের মারধরের পাশাপাশি প্রার্থীর প্রচারের হোর্ডিং, ফ্লেক্স ছিঁড়ে ফেলারও অভিযোগ উঠল অধীর চৌধুরীর বিরুদ্ধে। অন্যদিকে, তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন অধীর।
মঙ্গলবার সকালে দলের প্রার্থী এবং কর্মী- সমর্থকদের নিয়ে ৯ এবং ১৬ নম্বর ওয়ার্ডে মিছিল করছিলেন অধীর চৌধুরী। মিছিল তৃণমূল কার্যালয়ের কাছে যেতেই প্রতিবাদে সরব হন তৃণমূল কর্মী-সমর্থকরা। তাদের অভিযোগ, ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অপর্ণা শর্মা এবং ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কবিতা ভল্লার নির্বাচনের প্রচারের জন্য দেওয়াল লিখন থেকে শুরু করে ফ্লেক্স, হোর্ডিং লাগিয়েছিলেন। তাদের দেওয়াল লিখন মুছে দেওয়ার পাশাপাশি হোর্ডিং, ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে বলে তৃণমূলের অভিযোগ। এরই প্রতিবাদে কংগ্রেসের মিছিলের প্রতিবাদে করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। তাদের অভিযোগ, ‘অধীর চৌধুরী নিজের নিরাপত্তারক্ষী ব্যবহার করে সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মীদের ভয় দেখাচ্ছেন।’
অন্যদিকে, এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অধীর চৌধুরী। তার বক্তব্য, ‘এখন কংগ্রেস প্রার্থীরা ঘর বন্দী রয়েছেন। তাদের প্রচার করতে দেওয়া হচ্ছে না। কংগ্রেস প্রার্থীদের তৃণমূল মারধর করছে, তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে। তাহলে তারা কিভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তা মাথায় ঢুকছেনা।’ তৃণমূলের এই অভিযোগকে পুরোপুরি অস্বীকার করেছেন তিনি।