আঁকা বাঁক� পাহাড়� পথ� ভোটে� হাওয়� আপাতভাবে বোঝা যা� না� কোথা� কোনও দেওয়াল লিখন চোখে পড়ে না দার্জিলি� শহরে� পর্যটকদে� আনাগোন� শুরু হয়েছ💦ে। তব� বিমল গুরুংয়ের পার্টি অফিসের ভেতর অবশ্� অন্য ছবি। ꦏপার্ট� অফিসের ভেতরের ঘর� বস� রয়েছেন বিমল গুরুং। অনুগামীদে� ভিড়� একটা সম� তিনি� ছিলে� পাহাড়ের শে� কথা। গোর্খাল্যান্ডে� আবেগকে উসকে দিয়ে কার্যত স্তব্ধ কর� দিয়েছিলে� পাহাড়� দীর্ঘদিন ধর� তিনি বেপাত্তা ছিলেন। সে� বিমলের সঙ্গ� দেখা হল মোর্চা� অফিসে।
সিংমার�, পাতলেবাস, লিম্বু বস্ত� সহ পাহাড়ের কোণা� কোণা� আজ� রয়েছ� বিমল গুরুংক� ঘিরে নানা আবেগ� তব� পাহাড়ের মসীহা� মুকুটট� আর নে� ✤বিমলে� মাথা�, এমনটাই বলেন অনেকে। সে� মুকু� কার্যত উধাও� তব� পাহাড় জুড়� তাঁর দাপট একেবার� কম� গিয়েছে এমনট� নয়�
মঙ্গলবার দুপুরবেলা। দার্জিলি� শহরে গুরুংয়ের পার্টি অফিসের সা🌞মন� জটলাটা ক্রম� বাড়ছে� সিঁড়ি দিয়ে উপরে উঠ� লম্ব� করিডোর� মহিল� মোর্চা� পরিচিত একাধিক মুখ। পাহাড়ের কি�� উঠতি যুবক ভিড় জমিয়েছেন পার্টি অফিসে। ঘর থেকে বেরিয়ে এলেন বিমলের ছায়াসঙ্গী রোশন গিরি� মোর্চা� রাজনীতিতে ঠান্ডা মাথা� মানু� বলেও পরিচিত� অল্প কথার মানুষ। ভেতরের ঘর� নিয়ে গিয়ে বসান রোশন গিরি� বিমল গুরু� কোথা�?
রোশন �বলেন, ব্যস্ত আছে। খু� ভিড়� আজ হয়তো কথ� হব� না� বে� সাজানো গোছানো পার্টি অফিসের অন্দরমহল� সারি সারি চেয়া� পাতা� মেঝেতে কার্পেট। মহিল� মোর্চা� এক নেত্রী মোর্চা� পতাক� গোছাচ্ছিলেন। পাহাড়� মোর্চা� যোগদানের প্রস্তুত� চল🌜ছে�
মন দিয়ে সাংবাদিকদে� প্রশ্ন শোনে� রোশন� 🏅এব�রও কি বিজেপি প্রার্থী� ভোটে� ব্যবধা� আগের মতোই হব�? রোশন বলেন, প্রত্যাশ� করছি� আর বিজেপিকে মোর্চা� সমর্🎃থন প্রসঙ্গে প্রধানমন্ত্রী� সাম্প্রতিক একটি বক্তব্যে� কথ� বা� বারই বল� হচ্ছে। আর রোশন বলেন, ওই জন্য� তো সমর্থন করলাম।
কথ� বলতে� বলতে� ঘর� ঢোকে� বিমল গুরুং। পেটানো চেহারা� মাথা� ঐতিহ্যবাহী টুপি� সংবাদমাধ্য়মক� ঘর� দেখে বিমল বলেন🎐, পর� কথ� বলব। এখ� নয়�&nb𒁏sp;
সে� চেনা দাপট চোখে পড়ে বিমলের�
বিমল গুরুং। পাহাড়ের রাজনীতিতে ঘুরে ফিরে আস� এই নামটাই� আর ভো�🔴�� এলেই শুরু হয় নানা রাজনৈতিক হিসেব। গুরু� কো� দিকে যাবে� তা নিয়ে নানা জল্পনা ছড়াতে থাকে�
তব� রাজন�তি� পর্যবেক্ষকদে� মত�, অঙ্কটা ভালো� বোঝে� মোর্চা সুপ্র🌳িমো বিমল গুরুং। কাജর্য� পাহাড়� অঙ্কের পাঠাশালা খুলেছে� বিমল� পাহাড়ের মসীহা থেকে রাজনৈতিক অঙ্কের মাস্টার। কখ� কো� দিকে গেলে কতটা লা�, কতটা ক্ষত� সে� সমীকর� মন� হয় গুরুংয়ের মত� এতটা ভালো, খু� কম নেতা� বোঝেন।
&nbs💙p;রাজনৈতিক পর্যবেক্ষকদে� মত�, একসম� গ্রেফতার� এড়়�য়ে পাহ▨াড়ে ফেরা� জন্য তিনি তৃণমূলের হা� ধরেছিলেন� তা� আগ� মমতাকে মা বল� সম্বোধ� করেছিলেন� আর এবার নিজে� জম� ফেরত পেতে গেরুয়া� সঙ্গ� ঘুরছেন� তব� শে� পর্যন্� গুরুংয়ের অঙ্ক কতটা মেলে সেটা� দেখার।