নিজের এলাকা বেহালা, পর্ণশ্রীতে কালো পতাকা দেখলেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। রবিবার বিকেলে বিজেপি–র কলকাতা জোনের একটি সভা ছিল বেহালার রবীন্দ্রনগর বাসস্ট্যান্ডে। তাতে যোগ দিতেই এদিন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একই গাড়িতে আসছিলেন কলকাতার প্রাক্তন মেয়র। তাঁরা বেহালায় প্রবেশ করতেই প্রথমে কালীমাতা কলোনি এবং পর্ণশ্রী–সহ একাধিক জায়গায় তাঁদের কালো পতাকা দেখ▨ানো হয়। শুধু তাই নয়, ওই পথেই এক জায়গায় ডিজে বাজিয়ে চলছিল ‘খেলা হবে’ গান।
কালো পতাকা, ‘খেলা হবে’ গান ও স্লোগানের পাশাপাশি স্থানীয়দের বিক্ষোভের মুখেও পড়েন শোভন–বৈশাখী। নিজের বিধানসভা কেন🌌্দ্র বেহালা পূর্বে এদিন দীর্ঘক্ষণ আটকে থাকে শোভন চট্টোপাধ্যায়ের গাড়ি। বিজেপি–র অভিযোগ, সভায় যাওয়ার পথে একাধিক বার বাধা দেওয়া হয় শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। পরে নির🌳াপত্তারক্ষীদের তৎপরতায় এদিন সন্ধে ৬টা নাগাদ সভাস্থলে পৌঁছন শোভন–বৈশাখী।
এ ঘটনায় রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। তৃণমূল অবশ্য ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, এদিন দুপুরে বেহালায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গেরুয়া শিবিরের অভিযোগ, এর নেপথ্যে রয়েছেন শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। পর্ণশ্রী থানায় অভিযোগও দায়ের করে বিজেপি। এ ব্যাপারে এদিন রত্নাদেবী বলেন, ‘গত সাড়ে তিন বছরে নিজের বিধানসভা এলাকায় একবারও আসেননি শোভন। এলাকার মানুষের কোনও খোঁজ নেননি তিনি। সাধারণ মানুষ ক্ষোভে বৈশাখীর ফ্লেক্স ছিঁড়েছেন। এ🔯তে আমার সমর্থন রয়েছে।’