পাকিস্তানের আর্মি চিফ জেনারেল আসিম মুনিরকে মঙ্গলবার পদোন্নতি দেওয়া হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ার পর, তিনি এখন ফিল্ড মার্শালের পদে উন্নীত হয়েছেন। এই সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শহবাজ শরিফ। খবরটি ভাইরাল হওয়ার পর আসিম মুনিরকে ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হচ্ছে। একসময় পূর্বে পাকিস্তানের নাগরিক থাকা আদনান সামিও টুইটারে আসিম 🎐মুনিরকে নিয়ে ঠাট্টায় সামিল হয়েছেন। এমনকী, আদনান পরোক্ষভাবে আসিম মুনিরকে🌸 গাধাদের সর্দার বলেছেন।
পাক সরকারকে নিশানা
আদনান সামি একটি ভিডিয়ো পোস্ট করেন। যেই ক্লিপে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমার বন্ধুরা, আমার ভাইয়েরা🃏, আমি খুশি হয়েছি যে আপনারা সকলে মিলে আমাকে আপনাদের সর্দার (president) বানিয়েছেন। আমি আপনাদেরকে নিশ্চিত করছি যে মানুষ হওয়া সত্ত্বেও, আমি সারা বিশ্বের সমস্ত গাধাদের অধিকার রক্ষা করব, সমস্ত পশুদের অধিকার রক্ষা করব এবং সেই মানুষদের অধিকারও রক্ষা করব যারা এই পৃথিবীতে পশুদের থেকেও খারাপ জীবন যাপন করছে। আমার বন্ধুরা, মানুষেরা সবসময় আপনাদের ভুল বুঝেছে। আপনারা এটা কখনো ভেবেছেন? তাই বোকার দল একটু ভাবো, আপনারা মানুষকে খুব বড় কিছু ম▨নে করো কিন্তু এটা কখনো ভাবেননি যে মানুষ খুব চালাক, তারা প্রয়োজনে আমাদেরকে বাবাও বানিয়ে নেয়।’
আ🦂র এই ভিডিয়ো শেয়ার করে আদনান লিখলেন, ‘ফিল্ড মার্শাল হওয়ার পর পাকিস্তান সরকারকে উদ্দেশ্য করে জেনারেল আসিম মুনিরের ভাষণ’।
ভারতীয় ছিলেন আদনানের মা
আদনান সামির জন্ম ইউকে-তে এবং তাঁর বাবা ছিলেন পাকিস্তানি। আদনানের মা ছিলেন ভারতীয়। ২০০১ সালে তিনি ভারতে আসেন। প্রায় দশ বছর তিনি ভিজিটিং ভিসায় এদেশে তাকেন। তাঁর কাছে পাকিস্তান ও কানাডার দ্বৈত নাগরিকত্ব ছিল, যা ছেড়ে ২০১৬ সালে তিনি ভারতের নাগরিক হ🐬ন। তিনি প্রায়শই পাকিস্তান ও সেখানকার সরকারের সমালোচনা করেন। পহেলগাঁও হামলার সময়ও তিনি পাকিস্তানের বিরুদ্ধে টুইট করেছিলেন।