ইদ ও অক্ষয় তৃতীয়ার বিশেষ শুভ দিনে প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত 'আবার🍨 বিবাহ অভিযান' ছবির ট্রেলার। রজত, অনুপম আর গণশার বিয়ে নিয়ে ফের বেঁধেছে গণ্ডগোল। তবে এবার একেবারে থাইল্যান্ডে। পেট ফাটা হাসির ট্রেলার উপহার দিলেন শৌমিক হালদার। ব꧒িবাহ অভিযান ছবির সিকোয়েল এটি।
অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য ফের ফেঁসেছেন গ্যারাকলে। আর স্বামীদের কীর্তিকলাপ ফাঁস করতে শেষমেশ হাজির হতে হবে তিন স্ত্রী নুসরত ফারিয়া, সোহিনী সরকার ও প্রিয়ঙ্কা সরকার। এবারে বিশেষ সংযোজন হলেন সৌরভ দাস। ট্রেলারে তাঁর লুক দেখেই আপনার মুখে হাসি আসতে বাধ্য। আরও পড়ুন: ‘ম🐼া মারা গেছে হাসছে ছেলে!’,পামেলার শেষকৃত্যে আমিরকে ‘হাসি মুখে’ জড়িয়ে♏ ট্রোল উদয়
ট্রেলার বলছে, স্ত্রীদের থেকে খানিকের স্বস্তি পেতেই থাইল্যান্ডে ছুটে যায় এই তিন যুবক। কিন্তু মজাই হয়ে যায় সাজা। জড়িয়ে পড়ে আর্থিক ঘোটালাতেও। বাড়িতে স্ত্রী রেখেও কি বিদেশিনীকে বিয়ে করতে বাধ্য হবেন রুদ্রনীল? পারবে কি ছলাকলায় অনির্বাণ-অঙ্কুশ বিয়ে আটকাতে? আরও পড়ুন: জিৎ ‘চেঙ্গিজ’-কে দেখে হলে পাগলের মতো নাচছে দর্শক! অনীকের ‘রাগাড𒅌়া’ সুপার হি🌟ট
এদিকে স্বামীদের ঘোটালা পাকানোর খবর পেয়েই সোজা থাইল্যান্ডে উড়ে আসেন তিন স্ত্রী🤪ও, মায়া, মালতী, রাই। মানে এবার তো আ🤪পনাদের হাসিও বেড়ে হবে দ্বিগুণ। দেখে নিন ট্রেলার-
'শ্রী ভেঙ্কটেশ ফিল্মস'-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে ছবির ট্রেলার প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়, 'বৌ, বিয়ে, প্রপার্টি সবই যেন মায়া।' &nbs♛p;জামাই ষষ্ঠীর আবহে ছবি মুক্তি পাবে ২৫ মে।
আগেরবারের মতো এবারও এই সিক্যুয়ালের চিত্রনাট্য লিখেছেন꧋ রুদ্রনীল ঘোষ। সঙ্গীত পরিচালনা জিৎ গঙ্গোপাধ্যায়ের। নির্মাতাদের আশা দুর্দান্ত কাস্ট, গান ও চোখধাঁধানো ভিস্যুয়ালের সম্পূর্ণ প্যাকেজ হতে চলেছে। সিক্যোয়েল মস্তির ডবল ডোজ দেবে এবারের সিনেমা। হাসতে হাসতে পেট ব্যথা হবেই হবে। আর তাই যেতে হবেও হলে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )