'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এ রণবীর আলাহাবাদিয়া মন্তব্য ঘিরে তুমুল সমালোচনা হচ্ছে। সমালোচনায় বিদ্ধ ইউটিউবার রণবীর। দায়ের হয়েছে একাধিক FIR। এরই মাঝে কমেডিয়ান সময় রায়নার ইউটিউব শো 'ইন্ডিয়াস গটﷺ ল্যাটেন্ট'-ও পডকাস্টার রণবীর আলাহাবাদিয়ার মন্তব্য নিয়ে চলা সাম্প্﷽রতিক বিতর্কে এবার মুখ খুললেন অভিনেতা ও টিভি ব্যক্তিত্ব রঘু রাম।
ইন্ডিয়াস গট ল্যাটেন্ট-এ রঘু রাম
এর আগে 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এ হাজির হয়েছিলেন ‘রোডিজ’ ဣখ্যাত রঘুরাম। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রঘুরাম লেখেন, তিনি ইন্ডিয়াস গট ল্যাটেন্টে নিজের উপস্থিতির জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নন। তবে তিনি উল্লেখ করেছেন যে এধরনের রসিকতা শোতে ব্যবহার করা উচিত হয়নি,ꦍ যা এতটা আঘাত করেছে।
রণবীর আলাহাবাদিয়ার নাম না উল্লেখ করেই তিনি নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। বলেন, 'IGL-এর অংশ হতে পেরে আমার কোনও আফসোস নেই। তবে আমি মনে করি শোতে এধরনের কৌতুক অন্তর্ভুক্ত উচিত হয়, যা মানুষকে এতটা আঘাত করতে পারে। একটি শোতে অর্থ প্রদানকারী শ্রোতাদের সংবেদনশীলতা বৃহত্তর ইউটিউব দর্শকদের থেকে আলাদা হতেই পারে। আমি হওয়তো কিছু কৌতুক পর্বের বাইরে রেখেছি, কিন্তু আমি সময় কিংবা নির্মাতাদের বলার কেউ নই যে কী রসিকতা রাখতে হবে এবং কোনটি বিপ করতে হবে।
তিনি আরও বলেন, ‘শোয়ের বিষয়বস্তু নির্ধারণের বিষয়টা নির্মাতাদের উপর নির্꧅ভর করে। আমি তো ওদের এবিষয়ে কোনও গাইড করতে পারি না। এটা তাঁদের কল (ওদেরকেই সিদ্ধান্ত নিতে হবে)। আমি শুধু বলব, এই দায়িত্🏅বটি হালকাভাবে নেবেন না। অপমান করার স্বাধীনতা ছাড়া বাক স্বাধীনতা অর্থহীন। ইচ্ছা না থাকলেও অনেক সময় অপরাধ ঘটে যায়।’
তিনি যদি সত্যিই কাউকে আঘাত করে থাকেন, নিজের পোস্টে তাঁদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন রঘু। তিনি লেখেন, ‘তবে আমি অবশ্যই দুঃখিত, যদি আমি সত্যিই কাউকে আঘাত করে থাকি। কৌতুক অভিনেতারা সীমানা অতিক্রম করে, যখন তাঁরা বিনোদন দেয়, তখন তাঁরা সমাজকে ডেকে এনে সত্যি কথা বলার ক্ষমতার কথা 🍨বলে। তবে কোনও কৌতুক অভিনেতা ভাবাবেগে আঘাত করতে যান না। আর তা করলে তারই সবার আগে ক্ষমা চাওয়া উচিত। আমি আশা করি, সমাজ অন্যদের তুলনায় এই বিষয়টি নিয়ে যথাযথ দৃষ্টিভঙ্গি বজায় রাখবে, তবে এতেআরও ক্ষোভের প্রয়োজন রয়েছে।’
রঘু রাম ক্যাপশনে লেখেন, 'আইজিএল নিয়ে চলা সাম্প্রতিক বিতর্ক তদন্তের বিষয়ে সংবাদমাধ্যমও নিজের মতো করে খবর করবে।🌱 আমি যে বিবৃতি দিয়েছি তা অন্যরকম ভাবে ঘুরিয়ে তুলে ধরা হচ্ছে। যেহেতু তাঁদের সংস্করণ বের হয়েছে, আমি আমা বক্তব্যটা তুলে ধরতে 🦂চাই।
বিতর্ক
'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এর সাম্প্রতিক একটি পর্বে রণবীর এক প্রতিযোগীকে জিগ্গেস করেন, 'আপনি কি আপনার বাবা-মাকে যৌন ⛎মিলন করতে দেখবেন? নাকি সেখানে একবার যোগ ▨দিয়ে সেটা চিরতরে বন্ধ করবেন?" এমন প্রশ্নে হকচকিয়ে যান প্রতিযোগীও। এই ঘটনায় রণবীর, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অপূর্ব মুখিজা, কমেডিয়ান সময় রায়না এবং ইন্ডিয়াস গট ল্যাটেন্ট নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
যদিও নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছে রণবীর। ইউটিউব থেকে শোয়ের ভিডিয়ো তুলে নেওয়ার কথা জানিয়েছেন সময় রায়ন🉐া। এদিকে মহারাষ্ট্র সরকার এই বিতর্ক নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে, বিশেষত সংস্কৃতি বিভাগের কর্মকর্তাদের এটার তদন্🉐তের দায়িত্ব দেওয়া হয়েছে।