Nysa Devgan Birthday: দেখতে দেখতে ২০ বছরে পা দিলেন অজয় দেবগন এবং কাজল কন্যা নাইসা দেবগন। ধুমধাম করে মেয়ের জন্মদিন সেলিব্রেট করলেন তারকা দম্পতি। দেখুন ভিডিয়ো-
নাইসার জন্মদিন থেকে টুকরো ছবি
গ্ল্যামার জগতের সঙ্গে তাঁর ছোট থেকেই যোগসূত্র। বাবা, মা, দিদা, মাসি, ঠাকুরদা থেকে পরিবারের একাধিক ব্যক্তিত্ব গ্ল্যামার জগতের অংশ। তাই হামেশাই লাইমলাইট তাঁর উপরে থাকে। ২০ এপ্রিল। দেখতে দেখতে ২০ বছরে পা দিলেন অজয় দেবগন এবং কাজল কন্যা নাইসা দেবগন। ধুমধাম করে মেয়ের জন্মদিন সেলিব্রেট করলেন তারকা দম্পতি।
অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায় বোনঝি নাইসার অন্তরঙ্গ জন্মদিন পার্টির একটি ভিডিয়ো শেয়ার করেছেন নেটমাধ্যমে। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, নাইসার একপাশে দাঁড়িয়ে তাঁর বাবা অজয় দেবগন এবং অন্য়পাশে দাঁড়িয়ে ঠাকুমা দেবগন। টেবিলে রাখা কেকের উপর মোমবাতিতে ফুঁ মেরে কেকে কাটলেন নাইসা। পাশে থাকা সকলে হ্যাফি বার্থ ডে গেয়ে উঠেছেন।
নাইসার পরনে ধূসর রঙের টপ এবং ঢিলেঢালা প্যান্ট। মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নেটমাধ্যমের পাতায় ছবি পোস্ট করেছেন অজয় এবং কাজল দুজনেই। দেখুন নাইসার জন্মদিনে কেক কাটার ভিডিয়ো-