সম্প্রতি অনুষ্ঠিত হল রাজ 🐻কাপুরের জন্ম শতবর্ষের অনুষ্ঠান। কাপুর বংশের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই রণবীর কাপুরের কিছু আচরণের ভিডিয়ো নজর কাড়ে নেটিজেনদের। এমনকি তাঁকে পড়তে হয় কটাক্ষের মুখেও। এবার সেটার জবাবে কী করলেন আলিয়া ভাট?
আরও পড়ুন: অভিনয় ছেড়ে কমেডিতে মꦓন? কলকꦺাতায় স্ট্যান্ড আপ কমেডি শো নিয়ে আসছেন অঙ্কুশ!
আরও পড়ুন: 'আর বসন্ত এসে ෴গেছে গাইতে ভালো লাগে না' লগ্নজিতার! অকপটে স্বীকার করতেই কী বুদ্ধি দিয়েছিলেন সুরজিৎ?
কী ঘটেছে?
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে রাজ কাপুরের জন্ম 🅠শতবর্ষের অনুষ্ঠানে আলিয়াকে এক প্রকার ইগনোর করছেন রণবীর যেখানে বিয়ের এত বছর পরেও সইফ রীতিমত করিনা কাপুরকে চোখে হারাচ্ছিলেন। সেই ভিডিয়ো উসকে দ🅰েয় আলিয়ার একটি পুরোনো ভিডিয়োর কথা যেখানে পর্দার গাঙ্গুবাই বলেছিলেন রণবীর চান না তাঁর স্ত্রী লিপস্টিক পরুন। এবং পরলেই মুছে ফেলতে বলেন। আর নতুন করে এই ভিডিয়ো ভাইরাল হতেই অনেকেই প্রশ্ন তুলেছেন তবে কি রণবীর সত্যিই আজকালকার ভাষায় রেড ফ্ল্যাগ? এই বিতর্কের জবাবে একটি নতুন ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে রণবীরকে আলিয়ার যত্ন নিতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: ‘টেকনিক্যালি খারাপ বলে পায়েল কাপাডিয়ার ফিল্মকে অস্কারে পাঠাইনি', বললেন ভারতের জুরি প্🍰রধান জাহ্নু
এদিন একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে আলিয💖়ার হাত ধরে তাঁকে চলতে, হাত ধরে আলিয়াকে বসাতে। এই ভিডিয়ো পোস্ট করে আলিয়ার এক ফ্যান পেজের তরফে লেখা হয় 'রণবীরের যে সাইডটা মিডিয়ায় দেখাবো হয় না। জেনে বুঝে নেগেটিভ PR করা হয়। কিন্তু এটাই হল আসল বাস্তব। কী সহজেই মানুষকে বোকা বানানো যায় তাই না?' এই ভিডিয়োটা এদিন আলিয়া ভাট রিঅ্যাক্ট করেছেন।
আলিয়া ভাট এবং রণবীর কাপুরের কাজ
আলিয়া🌳 ভাট এবং রণবীর কাপুরকে আগামীতে একসঙ্গে সঞ্জয় লীলা বানসালির ছবি লাভ অ্যান্ড ওয়ারে দেখা যাবে। তাঁদের সঙ্গে সেখানে থাকবেন ভিকি কৌশল। এছাড়া রণবীরকে আগামীতে রামায়ণ ছবিটিতে দেখা যাবে। সেখানে তিনি রামের চরিত্রে অভিনয় করেছেন।