আমির খানের মুম্বইয়ের বাসভবনে 'পুষ্পা' খ্যাত আল্🌳লু অর্জুনকে দেখা গিয়েছে। একসঙ্গে তাঁদের একটি ছবিও প্রকাশ্যে এসেছে। আর তা দেখেই শুরু হয়েছে বিরাট জল্পনা। অভিনেতাদের ফ্যান ক্লাবগুলি দু'জনের একটি ছবি শেয়ার করেছে। তাঁদের এই ছবি দেখে অনেকেই অনুমান করছেন যে দুই তারকা কী তাহলে একসঙ্গে কোনও ছবিতে ধরা দিতে চলেছেন।
বুধবার, একটি ফ্যান অ্যাকাউন্ট এক্স হ্যান্ড🥂েলে দুই তারকার একটি ছবি পোস্ট করে। অর্জুন এবং আমির দু'জনেই ক্যামেরার দিকে তাকিয়ে হেসে পোজ দিয়েছেন। আল্লুর পরনে ছিল একটি সাদা টি-শার্ট, কালো প্যান্ট এবং স্নিকার্স। গলায় সোনার চেন পরেছিলেন নায়ক। অন্যদি♑কে, আমির কালো প্যান্ট এবং ক্যাজুয়াল স্লিপারের সঙ্গে একটি নীল প্রিন্টেড কুর্তা পরেছিলেন।
অ্যাকশন ড্রামা 'পুষ্পা ২: দ্য রুল'-এর বিরাট সাফল্যের পর, আল্লু অর্জুন পরিচালক অ্যাটলির সঙ্গে নতুন ছবি নিয়ে আসতে চলেছেন। আপাতত সেই ছবির নাম AA22🅷XA6। 🎃এই ছবিটির কথা গত মাসে ঘোষণা করা হয়েছিল। এই ছবির খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা বেশ উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন। সোশ্যাল মিডিয়া জুড়ে বিরাট আলোচনা শুরু হয়েছিল। এবার তার মাঝেই আল্লু আর আমিরের ছবি। তাই অনেকেই অনুমান করছেন একসঙ্গে কোনও ছবিতে হয়তো তাঁদের দেখা যেতে পারে। ছবির আনুষ্ঠানিক ঘোষণার আগে তাই মুখোমুখি হলেন দুই নায়ক।
জানা গিয়েছে, অ্যাটলির পরিচালনায় আল্লুকে যে ছবিতে দেখা যাবে তাঁর জন্য নাকি বিরাট শারীরিক পরিবর্তনের প্রয়োজন হবে। সেলিব্রিটি ফিটনেস প্রশিক্ষক লয়েড স্টিফ😼েন্স বর্তমানে আল্লু অর্জুনকে এক্ষেত্রে সাহায্য করছেন। লয়েড সম্প্রতি আল্লুর সঙ্গে একটি সেলফিও শেয়ার করেছেন। আর তার থেকেই বোঝা গিয়েছে ইতিমধ্যেই প্রশিক্ষণ শুরু করে দিয়ে🌟ছেন আল্লু।
আরও পড়ুন: কাঞ্চনের জন্মদিনে বিশেষ আয়োজন শ্রীময়ীর, ফুলকো ল🌸ুচি থেকে ফিস ফাই, পাবদা মাছ! আর কী কী ছিল মেনুতে?
অন্যদিকে, আমির খান তার ২০০৭ সালের হিট ছবি ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল ‘সিতারে জামিন পর’-এর মক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। অভিনেতা সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়ায় ছবিটির প্রথম লুকও শেয়ার করেছেন। যা ভক্তদের মধ্যে বেশ উন্মাদনার সৃষ্টি করেছে। পোস্টারে আমিরের সঙ্গে আরও দশজন ছাত্রকে দেখা গিয়েছে। তাঁদের মধ্যে নবাগত অভিনেতা আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুশ বনসালি, আশীষ পেন্ডসে, ঋষি শ🏅াহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর ছিলেন। প্রসন্ন পরিচালিত এই ছবিতে জেনেলিয়া ডিসুজাও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন এবং ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।