সকলেই জানেন টোটা রায়চৌধুরী ভীষণ ভালো একজন অভিনেতা। তিনি বাংলার বাইরে বলিউডে গিয়েও নিজেকে প্রমাণ করেছেন। তবে তিনি কেবল অভিনেতা ছাড়াও যে একজন দক্ষ ক্ল্যাসিকাল ড্যান্সার সেটাও এতদিনে সকলেই জেনে গিয়েছেন। কিন্তু এটা জানেন কি তিনি ভীষণ ভালো হাতও দেখেন? হ্যাঁ, এদিন বন্ধুর সেই হিডেন ট্যালেন্টের কথাই ফাঁস করলেন অপরꦗাজিতা আঢ্য।
কী জানালেন অপরাজিতা?
অপরাজিতা আঢ্য ছোট পর্দা, বড় পর্দা, OTT মꦓাধ্যম- সর্বত্রই দাপিয়ে কাজ করছেন। একাধিক সিরিয়াল, সিনেমায় তাঁকে নায়িকার চরিত্রে দেখা গিয়েছে। কিন্তু একটা সময় পর্যন্ত তিনি পার্শ্ব চরিত্রেই মূলত অভিনয় করতেন। তখনই তিনি টোটা রায়চৌধুরীর কাছে জানতে চান যে তিনি কবে💜 নায়িকা হতে পারবেন।
স্মৃতিচারণ করে এদিন তিনি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জ✅ানান, 'টোটা খুব ভালো হাত দেখতে পারত। একদিন ওকে বললাম দেখ তো আমি কবে নায়িকা হবো। ও আমার হাত দেখে বলেছিল ৩৫-৩৭ বছরে। আমি ও🥃র কথা শুনে খুব হেসেছিলাম। কারণ ৩০ বছরের পরই একজন নায়িকার কেরিয়ার শেষ হয়ে যায়, সেখানে আমি ৩৫ বছরে গিয়ে নায়িকা হবো!'
এরপর তিনি আরও বলেন, 'পরে দ꧒েখা গেল ৩৫ বছরই আমি বেলাশেষে করলাম। আর ৩৭ এ প্রাক্তন। ওর কথাই একেবারে মিলে গিয়েছিল।'
কে কী বলছেন?
অনেকেই অপরাজিতা আঢ্যর এই কথা মানতে পারেননি। বিশেষ করে তিনি যে বয়সের হিসেবে দিয়েছেন। তাঁদের মতে অভিনেত্রী নাকি তাঁর বয়স লুকাচ্ছেন। এক ব্যক্তি লেখেন, 'আপনার এরকম বয়স শুনে, আমরাও হা হা করে হাসছি।' আরেকজন লেখেন, 'মাসিমা বয়স নিয়ে এরকম মিথ্যে বলা নিতে পারলাম না, স্বস্তিকা অনেক বড় মাপের অভিনেত্রী, কিন্তু আপনার মতো বয়স লুকায় না।' তৃতীয় ব্যক্ত𝕴ি লেখেন, 'যেটাই হোক, কথা বলার স্টাইꦏল টা খুব সুন্দর অপরাজিতা দেবীর।'