আয়ুষ্মান খুরানা এবং তাহিরা কাশ্যপ বলিউডের অন্যতম জনপ্রিয় সেলিব্রিটি কাপল। বিনোদন জগতে কান পাতলেই আসে বিচ্ছেদের খবর, সেখানে আয়ুষ্মান স্ত্রীর কঠিন সময় শক্ত করে ধরে রেখেছিলেন তাঁর হাত। অনেকের চোখেই তাঁরা আদর্শ দম্পতি। কিন্তু সম্প্রতি অভিনেতার কথায় প্রকাশ পেয়েছিল, তিনি নাকি 'রোডিজ'- এ ব্যাপক জনপ্রিয়তা ꦯপাওয়ার পর, তাঁর বর্তমান স্ত্রী তথা তৎকালীন বান্ধবী তাহিরার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন। আর এবার এক সাক্ষাৎকারে এই ঘটনা নিয়ে মুখ খুললেন তাহিরা।
'স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রচনা এবং পরিচালনায় সফলতার পর তাহিরা কাশ্যপ এবার 'শর্মাজি কি বেটি' নামে একটি ফিচার ফিল্মের পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। চলতি মাসের ২৮ তারিখ মুক্তি পাবে ছবি। তার আগে জোর কদমে চলছে প্রচার। তেমনই এক প্র💖চার মূলক সাক্ষাৎকারে, তাহিরার থেকে জানতে চাওয়া হয় বিচ্ছেদের পর তꦅিনি ভেঙে পড়েছিলেন কিনা। প্রশ্ন শুনে আয়ুষ্মান পত্নী বলেন, 'শুধু এখন বলে নয় শুরু থেকেই আমি খুব শক্ত মনের মানুষ। আয়ুষ্মানের মতে, আমি খুব বেশি দূর পৌঁছাতে পারিনি। কিন্তু তাও আমরা এতদিন একসঙ্গে থেকে গেলাম, কারণ দু'জনের প্রতি দু'জনের সম্মান। আমরা একে অপরকে খুবই শ্রদ্ধা করি।'
আরও পড়ুন: মহারাষ্ট্র সꦇদনে মুখ্যমন্ত্꧙রীর বিলাসবহুল স্যুট পছন্দ কঙ্গনার! সাধারণ ছোট ঘর দেখে কোঁচকালেন নাক
তাহিরা আয়ুষ্মানের কলেজ জীবনের বন্ধু। প্রথমে বন্ধুত্ব দিয়ে শুরু হলেও পরে সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু একটা সম্পর্কের বুনিয়াদ বলতে তাহিরা কী বোঝেন? এ প্রশ্নে তাঁর উত্তর, 'আমাদের মধ্যে অনেক মিল রয়েছে। আমরা জীবনের ছোট ছোট আনন্দগুলোকেও উপভোগ করি। তা ছাড়াও, একসঙ্গে গল্প করা এবং আমাদের সন্তান𝓰দের প্রতি যে ভালোবাসা সেই সবটা আমাদের এক সুতোয় বেঁধে রেখেছে।'
আরও পড়ুন: 'কোনও𓂃 টাকা দিতে হবে না…' প্রযোজনা স🍨ংস্থার বিরুদ্ধে অভিযোগ নিয়ে, সরব মানসী
তাহিরা বলেন, 'আমার স্বামী সিনেমার নায়ক বলে আমি ওঁকে ভালোবাসি, এমন🐎টা তো নয়। আয়ুষ্মান থিয়েটার করতেন সেই সময় থেকেই আমি ওঁর পাশে। সেই সময়ে ওঁর জীবনের সব ওঠা-পড়ার সাক্ষী আমি। শুরু থেকেই আমরা একে অপরের সুখ-দুঃখের ভাগিদার। তাই আমদের মধ্যে জমে থাকা সব আবেগুলো একে অপরের সঙ্গে ভাগ করেই আমরা বেঁচে আছি।' পাশাপাশি ꦆতাহিরা কলেজে কীভাবে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতেন সেই কথাও জানান।
প্রসঙ্গত, ২৮ জুন থেকে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে দেখা যাবে তাহিরার নতুন ছবি 'শর্মাজি কি বেটি'। সাক্ষী তানওয়ার, দিব♏্যা দত্ত এবং সাইয়ামি খের অভিনীত এই ছবিটি বিভিন্ন বয়সের গোষ্ঠী এবং পটভূমি থেকে উঠে আসা তিন মহিলার জীবনের গল্প বলবে। কীভাবে একটি ব্যস্ত মহানগরে তাঁদের জীবন আবর্তিত হচ্ছে। তাঁরা নানা সমস্যায় পড়ে কীভাবে তার সমাধান বের করছেন সেই গল্পই ফুটে উঠবে পর্দায়।