অমর কৌশিক পরিচালিত এবং নীরেন ভাট রচিত শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী ২’ বর্তমানে বলিউডের সবচেয়ে বেশি আয় করা ছবি । ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে ছবিটি মুক্তি পেয়েছিল। ছবিটি মুক্তির আগেই বক্স অফিসে রেকর্ড গড়ে🦄ছিল। প্রথম এক সপ্তাহেই ছবিটি বাণিজ্যিক ভাবে এতটাই সফল হয়েছিল যে কিং খ🅰ানের ছবি 'পাঠান'-কে পিছনে ফেলে দিয়েছিল। আয়ের দিক থেকে জওয়ান'-এর পর দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছিল। তারপর বক্স অফিসের একের পর এক ইতিহাস গড়েছে এই ছবি। আর এবার 'জওয়ান'-এর রেকর্ড ভেঙে, নতুন বেঞ্চমার্ক সেট করল শ্রদ্ধা 'স্ত্রী ২'।
‘স্ত্রী ২’ তার পঞ্চম সপ্তাহে প্রায় ভারতীয় মুদ্রায় ৫৬৪ কোটি টাকা আ🌠য় করেছিল। আর ছবির এই আয় দেখেই অনেকের মত এই ছবি হিন্দি সিনেমায় নতুন ইতিহাস গড়ার দিকে এগিয়ে যাচ্ছে। কারণ শাহরুখ খানের 'জওয়ান' ভারতীয় মুদ্রায় ৫৮২.৩১ কোটি টাকা আয় করেছিল। আর এবার 'স্ত্রী ২' সেই রেকর্ডকে ভেঙে নতুন রেকর্ড গড়ল।
আরও পড়ুন: 'ও 💞শুধু পা🉐রিশ্রমিক কমাতে চায়…' করণ জোহরকে ধুয়ে দিলেন সইফ আলি খান
'স্ত্রী'-এর সিক্যুয়েলটি ষষ্ঠ সপ্তাহেও খেল দেখাবে বলে অনেকের দাবি। কারণ এই সপ্তাহান্তে ১৩.৬৫ কোটি টাকা নতুন করে যোগ করেছে। কিন্তু সোমবার থেকে, ছবিটির সংগ্রহ কমতে থেকেছে। এটি সোমবার ভারতীয় মুদ্রায় ১.৩৫ কোটি টাকা আয় করেছে, মঙ্গলবার এবং বুধবার তা কমে হয়েছে যথাক্রমে ভারতীয় মুদ্রায় ১.২৫ কোটি টাকা, এবং বৃহস্পতিবার স্যাকনিল্কের প্রাথমিক অনুমান রিপোর্ট অনুসারে ছবিটি ভারতীয় মুদ্রায় মাত্র ১.০৫ কোটি টাকা আয় করেছে। ছবিটি সামগ্রিক ভাবে সংগ্রহ করেছে ভারতীয় মুদ্রায় ৫৮২.৫৫ কোটি টাকা। আর ছবির আয় সামগ্রিকভাবে এখন 'জওয়ান'-এর তৈরি করা রেকর্ড ভেঙে দিয়েছ𒁏ে। বর্তমানে 'স্ত্রী ২' হল সর্বকালের সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবি।
‘স্ত্রী ২’ এখনও পর্যন্ত শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’কে হারিয়ে পেইড প্রিভিউ শোগুলির জন্য সর্বোচ্চ সং✤গ্রহের মতো অনেক রেকর্ড তৈরি করেছে। এটি হিন্দি সিনেমার সপ্তাহ ২, সপ্তাহ ৩, সপ্তাহ ৪ এবং সপ্তাহ ৫- এর সর🍸্বোচ্চ সংগ্রহের রেকর্ডও গড়েছে।
আরও পড়ুন: ‘অন্যরকম ভাবে বড় হয়েছি…’, IIM-আহমেদাবাদে সুযোগ পাওয়ায় ক্রমাগত ট্রোল্ড অমিতাভের না꧂তনি নভ্যা, বললেন…
প্রসঙ্গত, এই ছবিটি ২০১৮ সালে মুক্তি প্রাপ্ত ছবি 'স্ত্রী'-এর সিক্যুয়াল। ছবিতে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও ছাড়াও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপ🙈াঠী, অপারশক্তি খুরানা এবং অভিষেক বন্দোপাধ্যায়। তাছাড়াও ছবিতে বিশেষ ভূমিকায় ধরা দিয়েছিলেন তামান্না ভাটিয়া। এছাড়াও ছবিতে 'ভেরিয়া' রূপে বরুণ ধাওয়ান এবং একটি চমক দেওয়া চরিত্রে অক্ষয় কুমারকে ক্যামিও করতে দেখা গিয়েছে। এই ছবিটি বিলিউডের হরর ইউনিভার্সের অংশ। 'স্ত্রী' ও 'স্ত্রী ২' ছাড়াও এই ইউনিভার্সের অন্যান্য ছবিগুলি হল 'ভেরিয়া' ও 'ম্যুঞ্জিয়া'। তাছাড়াও 'স্ত্র꧒ী ২'-এর পোস্ট ক্রেডিট সিনে এই ইউনিভার্সের নতুন ছবি 'ভ্যাম্পায়ার অফ বিজয় নগর'-এর ইঙ্গিতও দেওয়া হয়েছে। ছবির পোস্টারে আয়ুস্মান খুরানা এবং সামান্থা রুথ প্রভুকে দেখা গিয়েছে। তবে দীপাবলিতে আসছে কার্তিক আরিয়ানের ছবি 'ভুলভুলাইয়া ৩' এই ছবি 'স্ত্রী ২'-এর রেকর্ড ভাঙতে পারে কিনা সেটাই দেখার।