এবার বড় পর্দায় পা রাখতে চলেছেন বিগ বস খ্যাত অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। বহুদিন পর্দায় দেখা যায়নি তাঁকে। গত বছরই চুপিসারে বিয়ে সেরেছিলেন, যা নিয়ে জোর কদমে চর্চা শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার ফের পর্দায় ফিরছেন অভিনেত্রী𝔍। তবে আর ছোট পর্দায় নয়। পা রাখতে চলেছেন বড় পর্দায়।'বেঙ্গল ১৯৪🌜৭: অ্যান আনটোল্ড লাভ স্টোরি' ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করবেন দেবলীনা।
দেশভাগের প্রেক্ষাপট নিয়েই তৈরি করা হয়েছে এই ছবি। দেশ ভাগাভাগির সময়ের একাধিক গল্প উঠে এসেছে এই ছবির হাত ধরে। তবে শুধু দেশপ্রেমই নয় এই ছবিতে থাকবে একটা মিষ্টি প্রেমের গল্পও। 'বেঙ্গল ১৯৪৭: অ্যান আনটোল্ড লাভ স্টোরি' ছবিটির পরিচালনা করেছেꦯন আকাশাদিত্য লামা। ছবির গল্পটিও তাঁরই লেখা। এই ছবিতেই মুখ্য চরিত্রে দেখা যাবে দেবলী🌸নাকে।
আরও পড়ুন: বলিউডে পা রাখবেন অনন্ত আম্বানি? বিশেষ ইভেন্টে শ🍸াহরুখকে কী বললেন মুকেশ পুত্র?
এর আগে ছোটপর্দার বেশ জনপ্রিয় মুখ হিসাবেই পরিচিত ছিলেন দেবলীনা। বিগ বসের পরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান তিনি। তবে অবশেষে বড় পর্দায় কাজ করতে পেরে অত্যন্ত খুশি দেবলীনা। সামাজিক মাধ্যমে এই খবর নিজেই শেয়ার করেছেন তিনি। পাশাপাশি এই ছবির প্রথম ঝলকও শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখ🎃েন, 'দেশভাগের অস্থির সময়ের একটি প্রেমের গল্প'।
আগামী ২৯ মার্চ মুক্তি পাবে ‘বেঙ্গল ১৯৪৭: অ্যান আনটোল্ড লাভ স্টোরি’। দেশভাগের পর বাংলার অবস্থা নিয়েই তৈরি করা হয়েছে ছবির প্রেক্♎ষাপট। এ প্রসঙ্গে ছবির পরিচালক আকাশাদিত্য লামা জানিয়েছেন, 'ভারতে সাত হাজার বছরেরও বেশি সময় ধরে এক অবিচ্ছিন্ন দার্শনিক পরম্পরা রয়েছে, যা অত্যন্ত অন্তর্ভুক্তিমূলক। দুর্ভাগ্যজনকভাবে দেশের সাধারণ মানুষ এ বিষয়ে সচেতন নয়। প্রেম ও রাজনীতি নিয়ে ভারতীয় দৃষ্টিভঙ্গিকে আমি বিনোদনমূলক সিনেম্যাটিক উপায়ে তুলে ধরার চেষ্টা করেছি'।
এ ছাড়া জাতীয় পুরস্কারপ্রাপ্🌟ত প্রযোজক সতীশ পাণ্ডে জানিয়েছেন, 'শবরী কা মোহন' নামে পরিচালকের একটি নাটকের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। তিনি আরও জানান, এই ধরনের ছবি মূলধারার হিন্দি চলচ্চিত্র নির্মাতারা খুব কমই স্পর্শ করেছেন। আমরা আমাদের বর্তমানকে প্রভাবিত করার সম্ভাবনা ন👍িয়ে অতীতের একটি প্রেমের গল্প বলব। মানুষকে সিনেমা হলে নিয়ে আসতে সফল হলে অবশ্যই এই ছবি প্রভাব তাদের উপরে পড়বে'।
দেবলীনা ছাড়া🐓ও এই ছবিতে দেখা যাবে সোহেলা কাপুর, ওমকার🔯 দাস মানিকপুরী, আদিত্য লাখিয়া, অনিল রস্তোগী, প্রমোদ পাওয়ার, অঙ্কুর আরমাম, সুরভি শ্রীবাস্তব, ফালাক রাহি, বিক্রম টিডিআর, অতুল গাঙ্গোয়ার ও অন্যান্যদের।