আপাতত পাওলি দামের সঙ্গে 'পাহাড়গঞ্জ হল্ট' ছবির শ্যুটিংয়ে ব্যস্ত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ৩১ মার্চ, শুক্রবার ৪৭-এ পা দিলেন তিনি। তার আগে আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে নানান বিষয় নিয়ে কথা বলেছেন অভিনেতা ঋত্বিক। জানিয়েছেন, আপাতত শ্যুটিংয়ের জন্য রয়েছেন বীরভূমে। ঘটা করে তারকাদের জন্মদিন উদযাপন প্রসঙ্গে ঋত্বিক জানালেন এমন সেলিব্রেশন থেকে তিনি শত হাত দূরে।
ঋত্বিক বলেন অভিনেতা হওয়ার পরও তিনি মাটির কাছাকাছি থাকতেই পছন্দ করেন। আর পাঁচজন মানুষ যা চান, তিনিও তাই, মজা করে বলেন, ‘আমার গা দিয়ে মাটির গন্ধ বের হচ্ছে।’ তাঁকে তো গাড়িতে নয়, অটোয় চেপেও যাতায়াত করতে দেখা যায়। এই কথায় ঋত্বিকের সোজাসাপটা জবাব, ট্যাক্সি না পেলে অটোয় উঠে পড়েন। তাঁর মতে সেটাই বুদ্ধিমানের। জীবনযাপন দিয়ে কিছু প্রমাণ করতে তিনি চান না বলেই জানান ঋত্বিক। কেউ কেউ বলেন ঋত্বিকের মতো কাজের সুযোগ পেলে, তাঁরা নাক এতদিনে আরবানায় ফ্ল্যাট কিনে নিতেন। এপ্রসঙ্গে অভিনেতার জবাব, তাঁর থেকে কম কাজ পেয়েও অনেকে অনেক কিছুই করছেন, তাঁর কথায়, তিনি যা পেয়েছেন তা কষ্ট করেই। যিনি আরবানায় ফ্ল্যাট কেনার কথা ভাবছেন, তিনি যেন ঋত্বিকের কথা না ভেবে, সেটাই টার্গেট করেন, তাহলে নিশ্চয় পারবেন।

ঋত্বিক চক্রবর্তী
কথা প্রসঙ্গে উঠে আসে দূর্নীতিতে একের পর এক টলি তারকার নাম জড়ানোর কথা। এক্ষেত্রে অভিনেতা হিসাবে জীবন চালানো কি কঠিন? ঋত্বিকের কথায়, বাংলা ইন্ডাস্ট্রিতে অভিনেতার জীবন চালানো চিরকালই কঠিন। এখন সেই লড়াই আরও বেড়েছে। তারউপর করোনা আসার পর বিনোদনের সংজ্ঞাটাই বদলে গিয়েছে। তবে আশা না থাকলে অভিনেতা হওয়া যায় না।
ঋত্বিক জানালেন পরবর্তী জীবনে কোনওভাবেই আর অভিনেতা হতে চান না। পাইলট, কিংবা স্কুবা ড্রাইভিংয়ের প্রশিক্ষক হতে পারেন, একই অভিজ্ঞতার পুনরাবৃত্তি চান না তিনি। বর্তমানে অভিনেতারা নিজেকে সুন্দর রাখতে চান, তবে এক্ষেত্রে ঋত্বিক উদাসীন কেন! উত্তরে অভিনেতা বলেন, যে নিজেকে সুন্দর মনে করেন না, সে অভাগা, চেহারা অভিনেতার অস্ত্র, তিনি সেটা ব্যবহার করেন। তাঁর কথায়, মেনটেন করার অর্থ ব্যক্তি বিশেষে আলাদা। তিনি যদি পেশী বহুল চেহারা বানান, তাহলে সেটা 'মায়ার জঞ্জাল'-এর মতো ছবিতে মানাবে না। তবে চরিত্রের প্রয়োজনে ওজন বাড়াতে কিংবা কমাতে তিনি রাজি।
নিয়োগ দুর্নীতিতে অয়ন শীলের ছবিতে কাজ করেছেন বলে কি কোনও বিড়ম্বনায় পড়তে হয়েছে? ঋত্বিকের উত্তর ছিল, ‘এসব সংবাদমাধ্যমের কাজ, আমি আমার কাজ করি, প্রযোজক দুর্নীতিগ্রস্ত কিনা তা অভিনেতা কীভাবে জানবেন! মালিক সৎ নাকি অসৎ যিনি চাকরি করছেন জানা সম্ভব নয়।’ তদন্তের প্রয়োজনে সাহায্যের কথা এলে জানান, অবশ্যই তা করবেন।