গো𒁏টা ভারতবর্ষের জান হলেন শ্রেয়া ঘোষাল। তাঁকে ভালোবাসার মানুষ ভরে রয়েছে গোটা দেশে। সুরেলা এই কন্যের কনসার্টের চাহিদাও কিন্তু থাকে আকাশছোঁয়া। সঙ্গে টিকিটের দামও। কদিন 🤪আগেই মুম্বই কনসার্ট নিয়ে আবেগে ভাসতে দেখা যায় তাঁকে। নিজের প্রাণের শহর, ভালোবাসার শহর মুম্বইয়ের দর্শকদের জন্য ১০ মে গান গাইবেন তিনি। জানেন কি সেখানে গান শুনতে, কত খরচ করতে হবে?
কদিন আগে একটি ইনস্টাগ্রাম পোস্টে শ্রেয়া তাঁর আসন্ন মুম্বই কনসার্টের মাধ্যমে দীর্ঘ দিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে, এমনটা লিখ๊েছিলেন। তিনি লেখেন, ‘চলো এটিকౠে স্মরণীয় করে তুলি। আসুন সঙ্গীত, আবেগ এবং ঐক্য উদযাপন করি। মুম্বই, আপনারা কি প্রস্তুত?’
আরও পড়ুন: প্রꦐেমচর্চায় সরগ🍬রম ইন্ডিয়ান আইডল! মিশমি আউট হতেই, ফোন প্রিয়াংশুর, কী জবাব আসে?
১০ মে মুম্বই বিকেসি-তে শ্রেয়া তাঁর ‘অল হার্টস ট্যুর’ নিয়ে আসছেন। আর শ্রেয়ার 💧মুম্বই কনসার্টের টিকিট এখন BookMyShow-তে উপলব্ধ। আর টিকিটের দাম শুরജু হচ্ছে ১১৯৯ টাকা থেকে। তবে সেটা একদম পিছনে, জেনারেল স্ট্যান্ডিংয়ে।
আরও পড়ুন: ‘প্রেমিকের’ সঙ্গে সদ্য করান পরি𝓀চয়, দেবচন্দ্রিমার বিয়ের তারিখ ফাঁস করে দিল বন্ধওু
এরপর গোল্ড সিংটিং, প্ল্যাটিনাম সিটিং ও ডায়মন্ড সিটিং, আরও তিনটে ক্যাটাগরি রয়েছে। আর এখানের জন্য খরচ করতে হবে যথাক্রমে ৩৯৯৯, ৫৯৯৯, ও ৯৯৯৯ টাকা। তবে ভক্তদের কথাও মাথায় রেখেছেন, স্টেজের একেবারে সামনে দাঁড়িয়েও শোনা যাবেღ কনসার্ট। আর সেই জন্য একটা টাকাও খরচা করতে হবে না। তবে, এখানে ফার্স্ট কাম, ফার্স্ট বেসিসে। এই অংশটির নাম ‘ফ্যানপিট’।
আরও পড়ুন: ক্লাস ২ ছেলের, আবেগ♛ে সুদীপা! ১৫০ বছরের পুরনো কলকাতার এই স্🅠কুলে পড়ে আদিদেব, কত খরচ সেখানে?

বর্তমানে ইন্ডিয়ান আইডল নিয়ে ব্যস্ত আছেন শ্রেয়া ঘোষাল। যদিও শেষের পথে এই রিয়েলিটি শো। তারপর ‘অল হার্টস ট্যুর’ নিไয়ে ৩টি শহরে পৌঁছবেন গায়িকা। ২৬ এপ্রিল পারফর্ম করবেন সুরাটে। এখানে টিকিটের দাম শুরু ২০০০ টাকা থেকে। তারপর ৩০০০ ও ৫০০০। তারপর ১০ মে মুম্বই। এরপর🌳 ১০ জুন শ্রেয়া গান গাইবেন হল্যান্ডে।
সম্প্রতি আইপিএলের উদ্বোধনেও গান করেন শ্রেয়া। সেখানে ইডেন গার্ডেনে পারফর্ম করার সময়ে, বাংলায় কোনো গান না করার কারণে, বিতর্কে জড়াতে হয় তাঁকে। ইডেনে তিনি গেয়েছিলেন ‘আমি যে তোমার’, ‘ঘুমার’, ‘ঢোল বাজে’, ‘রং দে বসন্তী’, ‘মা তুঝ🌞ে সলমের’ মতো গান🐼।