সম্প্রতি কঙ্গনা রানাওয়াত কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন। আর সেখানেই তিনি জানান ভারত সরকার যদি তখন কড়া পদক্ষেপ না নিত তাহলে দেশের অবস্থাও নাকি বাংলাদেশের মতো হতো। এবার কুইনের এই মতের বিরোধিতা করে বিজ্ঞপ্তি জারি করল বিজেপি। জানাল তাঁরা অভিনেত্রীর মতের সঙ্গে একেবারেই একমত নয়।
আরও পড়ুন: 'ছেলেদের এবার শেখাতে হবে...' আরজি কর কাণ্ডে অবশেষে পথে নেমেই পুরুষদের জন্য বিশেষ বার্তা দেবের
কী লিখল বিজেপি?
বিজেপির তরফে এদিন একটি বিজ্ঞপ্তি জারি করে কঙ্গনার এই মতামত নিয়ে লেখা হয়, 'বিজেপির সাংসদ কঙ্গনা রানাওয়াত কৃষক আন্দোলন নিয়ে যে বয়ান দিয়েছেন সেটা পার্টির মত নয়। ভারতীয় জনতা পার্টি কঙ্গনা রানাওয়াতের এই মতামতের সঙ্গে সহমত নয়। পার্টির তরফে পার্টির নীতিগত বিষয়ে বলাফ জন্য কঙ্গনা রানাওয়াতের না অনুমতি আছে আর না অধিকার।'
তাঁরা আরও লেখেন, 'ভারতীয় জনতা পার্টির তরফে কঙ্গনা রানাওয়াতকে জানানো হচ্ছে তিনি যেন ভবিষ্যতে আর এমন কোনও বক্তব্য না রাখেন।'
কী বলেছিলেন কঙ্গনা?
কঙ্গনা রানাওয়াতের একটি ভিডিয়ো এদিন দারুণ ভাইরাল হয়। সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'যেটা বাংলাদেশে ঘটেছে না, সেটা এদেশে ঘটতেও দেরি হত না। যদি আমাদের শীর্ষ নেতৃত্ব বিষয়টা শক্ত হাতে না সামলাতো। এখানে যে কৃষক আন্দোলন হয়েছিল, সেই অন্দোলনের সময়ও অনেক মৃতদেহ মিলেছে। ধর্ষণের ঘটনা ঘটেছে। আর যখন কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া হল, তখন গোটা দেশ অবাক হয়ে গিয়েছিল। কৃষকরাও ভাবতে পারেননি যে সত্যিই এই আইন প্রত্যাহার করে নেওয়া হবে। ওটা অনেক বড় পরিকল্পনা করা হয়েছিল। ঠিক যেমনটা বাংলাদেশে ঘটেছে।'
তিনি আরও বলেন, 'কিছু কৃষক আইন প্রত্যাহারের পরও আন্দোলন চালিয় গিয়েছেন। এ ধরনের আন্দোলনের পিছনে আপনার কী মনে হয় কৃষকদের হাত আছে! নাহ, এটা আমেরিকার ষড়যন্ত্র। এধরনের বিদেশি শক্তি এভাবেই ষড়যন্ত্র করতে থাকে। আর এখানকার কিছু লোকজন ভাবে, ওদের দোকান তো চলুক, তাতে দেশ ভাড় মে যায়। এই লোকজন এটা বোঝে না, দেশ ভাড় মে গেলে আপনিও ভাড় মে যাবেন। ওদের যদি এত সুবুদ্ধি হত, তাহলে তো মিটেই যেত।'