পহেলগাঁও হামলার পর রাগে, ক্ষোভে ফুঁসছিল দেশবাসী। অনেকেই প্রশ্ন তুলেছিলেন 'যোগ্য জবাব' কবে দেবে ভারত। এদিকে ৭ মে দেশ জুড়ে মক ড্রিল ঘোষণা করে ৬ মে মধ্যরাতে অপারেশন সিঁদুর ঘটাল ভারতীয় সেনা। পাকিস্তানে ৯টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিল। এই ঘটনার পরই প্রধানমন্ত্রীকে ধন্যব♚াদ জানাল বলিউডের একাংশ।
কে কী লিখলেন অপারেশন সিঁদুর নিয়ে?
কঙ্গনা রানাওয়াত এদিন একাধিক স্ট্যাটাস শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। অপারেশন সিঁদুরের ঝলক পোস্ট করে ল🔥েখেন, 'ওঁরা বলেছিলেন মোদীকে বলে দেবে, আর মোদী ওঁদেরকেই বলে দিল!' তিনি এদিন একই সঙ্গে ভারতীয় সেনাদের রক্ষা এবং সুরক্ষার্থে একটি পোস্ট করেন। লেখেন, 'যাঁরা আমাদের রক্ষা করেন, ঈশ্বর যেন তাঁদের রক্ষা করেন। আমাদের সেনা বাহিনীকে সাফল্য এবং সুরক্ষার 👍শুভেচ্ছা জানাচ্ছি।'


রীতেশ দেশমুখ এক্স হ্যান্ডেলে লেখেন, 'জয় হিন্দ কী সেনা, ভারত মাতা কী জয়।' নিমরত কৌর লেখেন, 'এক দেশ এক মিশন।' পরেশ 𒊎রাওয়াল প♊্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন: মেট গালায় শাহরুখের হাতের কালো বেল্টের ঘড়ির দাম শুনলে চমকে উঠবেন! কিনতে কত খরচ প🅷ড়বে?
অনুপম খের থেকে চিরঞ্জীবী সহ অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। অক্ষয় কুমার লেখেন, 'জয় হিন্দ, হয় মহাকাল।' অনুপম খের লেখেন, 'ভারত মায়ের জয়।' বিবেক অগ্নিহোত্রী এদিন এই অপারেশনের পর জয়ধ্বনি দেন দেশের জন্য। ভারতের এই যোগ্য জবাবে দারুণ খুশি '১২ ফেল' বিক্রান🤡্ত মাসে।
মধুর ভান্ডরকর লেখেন, 'আমাদের প্রার্থনা রয়েছে আমাদের সেনা বাহিনীর সঙ্গে। এক দেশ হিসেবে আমরা একসঙ্গে আছি। জয় হিন্দ। বন্দে ম𓂃াতরম।'
প্রসঙ্গত গত ২২ এপ্রিল কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিহানায় প্রাণ হা🌳রিয়েছেন সাধারণ মানুষ। সেই ২৬ জনের মৃত্যুর পর থেকেই যোগ্য জবাব দেওয়ার কথা, দাবি বারংবার শোনা গিয়েছে নাগরিকদের মুখে। ৬ মে মধ্যরাতে পাকিস্তানে অধিকৃত কাশ্মীর সহ পড়শি দেশের ৯ টি জায়গায় এয়ার স্ট্রাইক করে ভারত।
আরও পড়ুন: ৫৪-র দোরগোড়ায় দাঁড়িয়ে করেন তৃতীয় বিয়ে, রয়েছে রাজনৈতিক যোগ-ও! চিন♑তে পারছেন অভিনেতাকে?