সইফ আলি খানের পাশে নীল শার্ট পরে হাসিমুখে দাঁড়িয়ে থাকা কিশোর কিন্তু যে সে কেউ নন। বরং তি🐎নি এখন টলিউডের অন্যতম বিখ্যাত অভিনেতা। চিনতে পারছেন? আচ্ছা একটু আভাস দিই। এই অভিনেতার উত্থান হয়েছে ছোট পর্দা থেকেই। বর্তমানে টলিউড, বলিউড দুই জায়গাতেই কাজ করছেন। আবার সদ্যই নিজের একটি প্রযোজনা সংস্থা খুলেছেন। এবার পারলেন চিনতে? হ্যাঁ, ইনি হলেন যশ দাশগুপ্ত।
যশ দাশগুপ্তর পুরনো ছবি
সইফ আলি খানের কোনও একটি ছবির শ্যুটিংয়ের সময় তোলা ছবিটি। তখন নেহাতই কিশোর ছিলেন যশ। যদিও তাঁর মুখের আদল আর হাসি দেখে সহজেই চিনে ফেলা যায়। এদিন এই ছবি প্রকাশ্য🍷ে আসার পরই অনেকেই সহজে চিনে ফেলেন অভিনেতাকে। কেউ কেউ লেখেন, 'মুখটা একেবারেই এক আছে। আমাদের পছন্দের অরণ্য যে।' প্রসঙ্গত যশের প্রথম ধারাবাহিক বোঝে না সে বোঝে নাতে তাঁর চরিত্র🐟ের নাম ছিল অরণ্য সিংহ রায়।
যশ দাশগুপ্তকে শেষবার সেন্টিমেন্টাল ছবিতে দেখা গিয়েছে। এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন নুসরত জাহান। এটি তাঁদ꧋ের প্রযোজনা সংস্থার প্রথম প্রযোজিত ছবি। সম্প্রতি নুসরত এবং ছেলেকে নিয়ে বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেতা। ﷽সেই ট্রিপের একাধিক ছবি তাঁরা দুজনেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। কখনও ওরাংওটাং, কখনও সিংহের বাচ্চার সঙ্গে তাঁদের ছবি তুলতে দেখা গিয়েছে।