ছবিতে দেখা যাচ্ছে মায়ের পাশে বসে রয়েছে এক খুদে। তার মা তাকে খাইয়ে দিচ্ছেন। দুজনের সামনেই রাখা প্লেটে রয়েছে খাবারের অবশিষ্ট। খেতে খেতেই সে পোজ দিয়েছে ছবির জন্য। এই বাচ্চা মেয়েটির সঙ্গে কিন্তু বর্তমানে দেবের নিবিড় সম্পর্ক। কাছের মানুষও বলা যায়। তিনি নিজেও একজন অভিনেত্রী। দে🍌খুন তো চিনতে পারছেন? হ্যাঁ, ঠিকই আন্দাজ করেছেন, ছবির শিশুটি আর কেউ নন পর্দার বিনোদিনী ওরফে, রুক্মিণী মৈত্র।
আরও পড়ুন: শ্রেয়ার কণ্ঠে যেন ফিরඣলেন খোদ লতা! ইন্ডিয়ান আইডলে ‘লগ যা গলে’র জাদুতে মুগ্ধ শ্রꦅোতারা
কী পোস্ট করেছেন রুক্মিণী?
২ মার্চ ছিল রুক্মিণী মৈত্রর মায়ের জন্মদিন। আর সেই উপলক্ষ্🧔যে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে এদিন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেন। সেখানেই একটি ছোটবেলার ছবিও পোস্ট করেছেন তিনি। সেই ছবিতেই দেখা যাচ্ছে সোনালি রঙের ফ্রক করে মাটিতে বসে মায়ের সঙ্গে খাচ্ছেন রুক্মিণী।
খালি ছোটবেলার এই ছবিটিই নয়, তিনি আরও একটি খুদে বয়সের ছবি পোস্ট করেছেন এদিন যেখানে তাঁকে শীত পোশাক পরে হাসতে দেখা যাচ্ছে, তাঁর মা তাঁকে আগলে রেখেছেন। তাঁর অন্নপ্রাশন থেকে বড়বেলার নানা মুহূর্তের ছবিও আছে এই পোস্🐻টে।
এদিন রুক্মিণী মৈত্র এই ছবিগুলো পোস্ট করে লেখেন, 'আমায় যে খাইয়েছে, পথ দেখিয়েছে, বড় করেছে আমার꧋ সেই রানিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। ধন্যবাদ আমায় সবসময় আমার পাশে থাকার জন্য, যখন আমার সব থেকে বেশি দরকার সেই সময় আগলে রাখার জন্য। শুভ জন্মদিন আমার বিশ্ব।'
এদিন রুক্মিণীর এই পোস্টে মিমি দত্ত, নীলাঞ্জনা শর্মা, সহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর অনেক অনুরাগীরাও মন্তব্য করেছেন, জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীর মাকে। এক ব্যক্তি লেখেন, 'মা মেয়ের কি সুন্দর 𒀰সম্পর্ক, বাহ রুক্মিণীদি তুমি তোমার মায়ের মতোই সুন্দরী।'
আরও পড়ুন: দেয়াশিনী এবং অতনুর দখলে এবারের সারেগামাপার বিজয়ীর 💙খেতাব! আরাত্রিকা, সাঁই, অনীকরা কে কী হলেন?
রুক্মিণী মৈত্রর কাজ
রুক্মিণী মৈত্রকে শেষবার বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবিতে দেখা গিয়েছে। বক্স অফিসে মোটের উপর ভালোই সাড়া পেয়েছে ছবিটি। তাঁর সঙ্গে এই ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়, ওম স🦂াহানি, প্রমুখকে দেখা গিয়েছে। আগামীতে তাঁকে হাঁটি হাঁটি পা ছবিতে দেখা যাবে।