মুক্তির পর তৃতীয় মঙ্গলবারও বক্স অফিসে ꦅবেশ দাপট বজায় রাখল ছাবা। শুধু তাই নয়, এই ছবি স্ত্রী ২ থেকে শুরু কর𓃲ে অ্যানিম্যাল, জওয়ান, গদর ২ ইত্যাদির মতো রেকর্ড ব্রেকিং ছবির রেকর্ড ভেঙে এগিয়ে গেল। ১৯ দিন পর বর্তমানে মোট আয় কত ভিকির ছবির?
আরও পড়ুন: ভারতের প্রথম মহিলা সুপারস্টার এই জুবিলি গার𝔍্ল! ♏ঠোঁটে সিগারেট ধরা ছবিটা দেখে চিনতে পারছেন?
ছাবা ছবিটির বক্স অফিস কালেকশন
১৯ তম দিনেও বক্স অফিসে মোটের উপর ভালোই দাপট বজায় রাখল ছা🎐বা। তৃতীয় মঙ্গলবার ভিকি কৌশলের ছবিটি ৫ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করেছে। ফলে বর্তমানে এই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৪৭২ কোটি টাকায়।
প্রসঙ্গত,🎃 প্রথম সপ্তাহে ছাবা দেশের বাজারে ২১৯ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। দ্বিতীয় সপ্তাহে সেই সংখ্যাটা কিছু কমে দাঁড়ায় ১৮০ কোটি ২৫ লাখ টাকায়। তৃতীয় শুক্রবার ১৩ কোটি টাকা আয় করেছে ভিকির ছবি। শনিবার সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ২২ কোটি টাকা। তৃতীয় রবিবার, 🗹ভারত নিউজিল্যান্ডের ম্যাচের মাঝেও ছাবা বক্স অফিসে ২৪ কোটি ২৫ লাখ টাকার ব্যবসা করেছে ছবিটি। তৃতীয় সোমবার, ৩ মার্চ বক্স অফিসে ভিকি কৌশলের এই ছবিটি ৭ কোটি ৭৫ লাখ টাকার ব্যবসা করেছে।
বিশ্বজুড়ে এখনও পর্যন্ত ছাবা ছবিটি মোট ৬৪৫ কোটি ৫৮ লাখ টাকা আয় করেছে। ��বিদꦦেশের মাটিতে এই ছবির মোট আয়ের পরিমাণ ৮৮ কোটি ৮৪ লাখ টাকা।
স্ত্রী ২, জওয়ান, ইত্যাদির রেকর্ড ভাঙল ছাবা
তৃতীয় সোমবারেও বক্স অফিসে দাপট দেখানোর নিরিখে স্ত্রী ২ থেকে শুরু করে জওয়ান, গদর ২ সহ একাধিক ছবির রেকর্ড ভেঙে দিল ভিকি কৌশলের এই ছবি। এই মাপকাঠি অনুযায়ী সবার উপর্বাচে পুষ্পা ২। সেই ছবিটির তৃতীয় সোমবার ১১ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছিল। তারপর আছে বাহুবলী ২। সেটার আয় ছিল ৭ কোটি ৯৫ লাখ। আর তারপরই তৃতীয় নম্বরে জায়গা পাকা করল ছাবা। স্ত্রী ২𒁏 কে পাঠিয়ে দিল চতুর্থ স্থানে। শ্রদ্ধা কাপুরের সেই ছবিটি তৃতীয় সোমবার ৭ কোটি ৫ লাখ টাকায় আয় করেছিল। অ্যানিম্যাল ৫.৫৫ কোটি এবং জওয়ান ৫.৪৫ কোটি টাকা আয় করেছিল যথাক্রমে তাদের তৃতীয় সোমবারে।
আরও পড়ুন: সা রে গা মা ꦜপা শেষ হতেই নতুন শুরুর ঘোষণা ফার্স্ট রানার আপ ময়ূরীর! এবার কোথায় শোনা যাবে তাঁর গান?
ছাবা ছবিটি প্রসঙ্গে
ছাবা ছবিটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর । দীনেশ বিজন প্রযোজনা করেছেন ছবিটির। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ধরা দিয়েছেন ভিকি কৌশল। তাঁর স্ত্রীর চরিত্রে আছেন রꦑশ্মিকা মন্দানা। ঔরঙ্গজেবের চরিত্রে দেখা মিলছে অক্ষয় খান্নার।