জমে উঠেছে ‘ডান্স বাংলা ডান্স’ সিজন ১৩। ‘এক-সে-বরকার-এক’ পারফরম্যন্সে শো জমিয়ে দিচ্ছেন DBD-র প্রতিযোগীরা। আর এবার বিচারকদের মন কাড়তে চলেছে জনপ্রিয় 𝓰এই নাচের শোয়ের🀅 খুদে প্রতিযোগী অহনা।
'রঙ্গবতী রঙ্গবতী' গ෴ানে জমিয়ে পারফর্ম করতে দেখা যাবে এই ছোট্ট শিল্পীকে। যা দেখে একপ্রকার মুগ্ধ হয়ে যান শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত। এছাড়াও শোয়ের প্রমোতে দেখা যাচ্ছে, ওই দিন নাচের এই রিয়েলিটি শোয়ে বিশেষ অতিথি হয়ে হাজির থাকবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও অনন্য চট্টোপাধ্যায়। তাঁদের অভিব্যক্তিই বলে দেয়, তাঁরা অহনার নাচে তাঁরা কতটা মুগ্ধ ছিলেন। চ্যানেলের সোশ্যাল মিডিয়া পেজে উঠে এসেছে সেই ভিডিয়োটি।
প্রসঙ্গত অডিশন পর্ব♒ থেকে বিচারকদের একের পর এক পারফরম্যান্সে মুগ্ধ করে আসছে এই ছোট্ট অহনা। উত্তর ২৪ পরগনার গোবরডাঙার বাসিন্দা সে, যার বয়স মাত্র ৭। আর এই বয়সেই নেচেജ তাক লাগাচ্ছে এই ছোট্ট শিল্পী। এর আগে অহনা মা অডিশন পর্বে এসে জানিয়েছিলেন, ‘আমার নাচ শেখার খুব ইচ্ছে ছিল, তবে পারিনি। তাই ওকে দিয়েই সেই ইচ্ছে পূরণের চেষ্টা করছি।' সেদিন মহাগুরু মিঠুনের অনুরোধে তাঁর সঙ্গে মঞ্চে উঠে নেচেছিলেন অহনার বাবা-মা।
প্রসঙ্গত, অহনা ছাড়াও,প্রতিযোগী অনুষ্কার পারপরম্যান্সের একটি ভিডিয়োও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। য💙েখানে 'ভ্রমর কইয়ো গিয়া' গানে পারফর্ম করতে দেখা যাচ্ছে এই শিল্পীকে। যদিও এই নাচের পর বিচারকদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে আরও একটো প্রোমোতে ডান্স বাংলা ডান্স শো এবং শোয়ের প্রতিযোগীদের পারফরম্যান্স নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব💙্যক্ত করেন ঋতুপর্ণা, অনন্যা, শুভশ্রীরা।🍌 তাঁদেরকেও মঞ্চে উঠে পারফর্ম করতে দেখা যায়। মিঠুন চকবর্তীর সঙ্গে নাচতে দেখা যায় ঋতুপর্ণাকে। আবার একসঙ্গে নাচতে দেখা যায় যিশু-শুভশ্রীকে।