সদ্যই মুক্তি পেয়েছে খাদান। আর এই ছবিটি যাঁরা দেখেছেন🌱 তাঁরা সকলেই জানেন যে ছবির শেষে খাদান ২ আসার ইঙ্গিত দেওয়া হয়েছে। কিন্তু এই ছবিতে তো যিশুর চরিত্রটিকে মেরে ফেলা হল। তবে কি খাদান ২ তে থাকবেন না তিনি♕? জল্পনা নিয়ে কী বললেন দেব?
যিশু এবং খাদান ২ নিয়ে কী বললেন দেব?
সম্প্রতি এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে দেব জানান একটা সময় তাঁর মনেও দোলাচল ছিল যে এই ছবিটি বক্স অফিসে হিট করবে কিনা। তিনি যেভাবে দেখছেন বা ভাবছেন ছবিটি নিয়ে সেটা মানুষ একই ভাবে দেখবে কিনা। বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করা হয়েছে ছবিটিতে, ফলে বক্স অফিস সাফল্য নিয়ে চিন্তিত ছিলেন। এই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে তিনি জানান, 'যিশু দা যতই আমার বন্ধু হোক না কেন উনি ভীষণ এক্সপেন্সিভ। যিশু দার হেয়ার স্টাইলিস্ট আমাদের এখানকার শিল্পীদের থেকে বেশি টাকা নেয়। তবে আমি খুশি এতে, কারণ এভাবেই তো ইন্ডꦆাস্ট্রি বড় হবে।' দেবের এই কথা শুনে হেসে গড়িয়ে পড়েন যিশু। যদিও মেনেও নেন। তবে এদিন দেব স্পষ্ট করে কিছু জানান না যে খাদান ২ ছবিতে যিশুর চরিত্র থাকছে কি থাকছে না।
তবে দেব ভয় পেলেও খাদান যে বক্স অফিসে হিট থুড়ি ব্লকবাস্টার হিট সেটা বলা💛র অপেক্ষা রাখে না। মুক্তির ৬ দিনের মধ্যেই এই ছবিটি প্রায় ৬ কোটি টাকার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে।
খাদান ছবিটির সাফল্য নিয়ে দেব
খাদান ছবির সাফল্যের নেপথ্যে কী আছে এদিন সেই বিষয়েꦉ কথা বলতে গিয়ে দেব বলেন, 'খাদানের সাক্সেসের꧅ পিছনে অল বেঙ্গল ট্যুরের হাত আছে অনেকটাই। এই ছবির সাফল্য অনেক মানুষকে সাহস জোগাবে। মোটিভেট করবে যে এই ঘরানার ছবিকে ঠিকঠাক প্রেজেন্ট করলে সেটা চলবে।' তাঁর স্পষ্ট কথা, ইন্ডাস্ট্রি একটা ফরম্যাটের ছবি করে বেঁচে থাকতে পারে না।