দেবী চৌধুরানী ছবিটির ঘোষণা যবে থেকে হয়েছে তবে থেকেই মানুষের মধ্যে ছবিটি নিয়ে প্রত্যাশা, উন্মাদনা দুই তুঙ্গে। সম্প্রতি শেষ হল এই ছবির পোস্ট প্রো𓆏ডাকশনের কাজ। কবে মুক্তি পাচ্ছে তবে এই ছবি?
আরও পড়ুন: কঙ্গনার ইমারজেন্সিকে ছাপিয়🔯ে গেল কেশরী চ্যাপ্টার ২! ২ দিনে বিশ্বজুড়ে কত আয় করল অক্ষয়ের ছবি?
দেবী চৌধুরানী ছবিটির বিষয়ে আপডেট
সদ্যই দেবী চৌধুরানী ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়েছে। আর তারপরই একটি ভিডিয়ো পোস্ট করতে দেখা যায় এদিন ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্রকে। সেখানেই তিনি বলেন, 'প্রায় দুই বছর পর শেষ হল দেবী চৌধুরানীর কাজ। পুরো ছবিটা ক্যামেরার 𒅌পিছনের সকল সদস্যদের নিয়ে দেখলাম। আশা করছি, বাংলা সাহিত্যের উপর নির্মিত এই ছবি দর্শকদের মনে ছাপ ফেলবে। শীঘ্রই মুক্তির দিন ঘোষণা করব।' ফলে দেবী চৌধুরানী যে অবশেষে কবে বড় পর্দায় আসতে চলেছে সেটা জানতে দর্শকদের আর বেশিদিন অপেক্ষা করতে হবে না যে সেটা স্পষ্ট।
আরও পড়ুন: একটা ডিমের চপ ৬০ ღটাকা! নন্দিনী দিদির দোকানে𒈔র বাজখাঁই দাম শুনে নেটপাড়া বলছে, 'ওটা মুরগি নাকি...'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ২০🌳২৩ সালে শুরু হয়েছিল দেবী চৌধুরানী ছবিটির কাজ। এর আগে কথা ছিল ২০২৫ সালের ১ মে মুক্তি পাবে ছবিটি। কিন্তু সেটা সম্ভব হয়নি। পিছিয়ে যায় ছবির মুক্তি। এখন নতুন মুক্তির দিন ঘোষণার অপেক্ষা খালি।
প্রসঙ্গত দেবী চৌধুরানী ছবিটিতে দেবী চৌধুরানীর চরিত্রে ধরা দেবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভবানী পাঠকের চরিত্রে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে থাকবেন দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, কিঞ্জল নন্দ, প্রমুখ। উত্তর কলকাতা সহ পুরুলিয়া, ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় এই ছবির শ্যুটিং করা হয়েছে। বাদ যায়নি বীরভূম, বিহারের কিছু অংশ। এই ছবির জন্য লাঠি খেলা, ঘোড়া চালানো সহ নানা অস্ত্র বিদ্যা শিখেছেন শ্রাবন্𒐪তী চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: 'এক ব♌িছানায় শুয়েছি বলেই বিয়ে করব?' বিস্ফোরক রুদ্রনীল, হঠাৎ কেন এমন ཧবললেন?