২২শে এপ্রিল, কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। ঘটনায় ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন বলিউডের প্রথম সারির অভিনেতারা। অক্ষয় কুমার থেকে ভিকি কৌশল, জাহ্নবী কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, করিনা কাপুর সহ আরও অনেকেই শোকপ্রকাশ করেছেন এবং মৃতদের বিচারের দাবি তুলেছেন। 𒅌পহেলগাঁওয়ে এই জঙ্গি হামলায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন শাহরুখ খান।
ঠিক কী লিখলেন শাহরুখ?
বুধবার বিকেলে শাহরুখ খান তাঁর ইনস্টাস্টোরিতে লিখেছেন, ‘পহেলগাঁওয়ে যে বিশ্বাসঘাতকতা, অমানবিক ও হিংসাত্মক ঘটনা ঘটেছে, তাতে দুঃখ ও ক্ষোভ প্রকাশের ভাষা নেই। এই কঠিন সময়ে, শুধুমাত্💧র ঈশ্বরের কাছে প্রার্থনা করা যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জানাই। এই পরিস্থিতিতে আমরা যেন একটি জাতি হিসাবে ঐক্যবদ্ধ থাকি, শক্তিশালী হই এবং এই জঘন্য অপরাধের বিরুদ্ধে ন্যায়বিচার পাই।’

পহেলগাঁও হামলা
মঙ্গলবার বিকেল ৩টে, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিরা আচমকাই সন্ত্রাসবাদীরা নিরীহ পর্যটকদের উপর গুলি চালায়। সেসময় ওই এলাকায় গুলির শব্দ শুনে ছুটে যায় নিরাপত্তা বাহিনী। এতে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন এবং আরও ২০ জন আহত হয়েছেন বলে খবর। এই ঘটনার পর প্র💖ধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবে তাঁর সরকারি সফর সংক্ষিপ্ত করে দিল্লি ফেরেন এবং ঘটনার পর তিনি নৈশভোজেও অংশ নেননি।
ঘটনার অভিনেতা অক্ষয় কুমার ক্ষোভ প্রকাশ ক𓆏রে লেখেন, ‘পহেলগাঁওয꧃়ে ট্যুরিস্টদের উপর যে ভয়ঙ্কর সন্ত্রাসবাদীদের হামলা ঘটল তাতে আতঙ্কিত। কীভাবে এই নির্দোষ মানুষগুলোকে মারল! ওঁদের পরিবারের জন্য প্রার্থনা রইল।’
সঞ্জয় দত্ত লেখেন, 'ঠান্ডা মাথায় ওরা আ🦄মাদ💛ের লোকগুলোকে খুন করেছে। এটা ক্ষমার অযোগ্য, ভুলতে দেওয়া যাবে না। এই সন্ত্রাসবাদীদের বোঝা উচিত যে আমরা এবার চুপ থাকব না। আমাদের পাল্টা জবাব দিতেই হবে। আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডিফেন্স মন্ত্রীকে অনুরোধ করব ওরা যেটার যোগ্য ওদের সেটাই ফিরিয়ে দিন।'
অক্ষয়, সঞ্জয় ছাড়াও অনুষ্কা শর্মা, করিনা কাপুর খান, আলিয়া ভাট, সঞ্জয় দত্🅠ত, ফারহান আখতার থেকে হিনা খান, কমবেশি বেশিরভাগ তারকাই এমন ঘ♉টনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।