চোখে ব্যান্ডেজ, মঙ্গলবার মুম্বইয়ে প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে এই অবস্থায় একাই দেখা গেল। ৮৯ বছর বওয়সী অভিনেতার আশে পাশে স্ত্রী, ছেলে-মেয়ে কারোরই দেখা মিলল না। এদিন ইনস্টাগ্রামে, একজন পাপারাজ্জো অভিনেতার চিকিৎসার পরের একটি ভিডিও পোস্ট করেছেন। জানা যাচ্ছে, বর্ষীয়ান অভিনেতার কর্নিয়ায় ট্রান্সপ্লান্টেশন হয়েছে।
ধর্মেন্দ্রর চোখের চিকিৎসা
ক্লিপꦍটিতে, ধর্মেন্দ্রকে পাপা🐓রাজ্জির সঙ্গে কথা বলতে দেখা যায়। ঠিক কী বলেন ধর্মেন্দ্র?
তিনি বললেন, ‘অভি ভি বোহুত দম হ্যায়, বহুত জান রাখতা হুঁ... মেরে আঁখ মে গ্রাফ্ট হুয়া হ্যায়। তো আতা হুন, হ্যাঁ (এখনও আমি যথেষ্ট শক্তপোক্ত! নিজের কাজ নিজে করতে পারি।... আমার চোখে অস্ত্র💟পচার হয়েছে। আমি ঠিক চলে যাব, কোনও অসুবিধা নেই)?’
এরপরই তাঁর দর্শক ও অনুরাগীদের উদ্দ𒆙েশ্যে ভালোবাসা প্রকাশ করে ধর্মেন্দ্র বলেন, ‘দর্শক ও বন্ধুরা আপনাদের জন্য ভালোবাসা রইল। আমি কিন্তু বেশ শক্তপোক্ত।’
এই প্রবীণ অ🐬ভিনেতার ডান চোখে ব্যান্ডেজ লাগানো অবস্থায় দেখꦐা যায়। জানা যাচ্ছে, তাঁর ডান চোখেই দেখতে সমস্যা হচ্ছিল।
আরও পড়ুন-নাতাশা অতীত! নতুন 𝓀প্রেমে হাবুডুবু হার্দিক? ‘চর্চౠিত প্রেমিকা’ জ্যাসমিনকে নিয়ে উঠলেন বাসে
অনুরাগীদের কমেন্ট
ক্লিপটির নিচে এক অনুরাগী লেখেন, ‘আপনার কী হয়েছে, ধরমজি? দয়া করে নিজের যত্ন নিন।’ আরেকজন মন্তব্য করেꦉন, ‘ঈশ্বর আপনার মঙ্গল করুন। দয়া করে নিজেকে সামলে নিন।’ কেউ লেখেন, ‘আপনার দ্রুত আরোগ্য কামনা করছি’।
প্রসঙ্গত, চোখের গ্রাফ্ট কর্নিয়া ট্রান্সপ্ল্যান্টেশন বা কেরাটোপ্লাস♐্টি নামেও পরিচিত। এটি একটি অস্ত্রো𓆏পচার পদ্ধতি যা দৃষ্টিশক্তি উন্নত করতে বা ব্যথা উপশম করতে ক্ষতিগ্রস্ত বা অসুস্থ কর্নিয়াকে সুস্থ দাতা টিস্যু দিয়ে প্রতিস্থাপন করে।
ধর্মেন্দ্র
গত বছরের (২০২৪) ডিসেম্বরে ধর্মেন্দ্র তাঁর ৮৯তম জন্মদিন পালন করেছিলেন। তিনি তাঁর দুই ছেলে সানি দেওল এবং ববি দেওলের সঙ্গে জন্মদিন উদযাপন করেন। প্রবীণ অভিনেতাকে জন্মদিনে বিশাল একখানা কেক কাটতে দেখা যায়। সেসময় সেখানে তাঁর ভক্তরা এবং পাপারাজ্জিও উপস্থিত ✃ছিলেন। চলতি বছরের (২০২৫) ডিসেম্বরে অভিনেতা তাঁর ৯০তম জন্মদিন উ🐲দযাপন করবেন।
ধর্মেন্দ্রকে শেষবার ২০২৩ সালে করণ জোহর পরিচালিত ‘র💙কি অর রানি কি প্রেম কাহানি’তে শেষ দেখা গিয়েছিল। 'রকি অউর রানি কি প্রেম কাহানি'তে আরও অভিনয় করেছেন রণবীর সিং, আলিয়া ভাট, জয়া বচ্চন, শাবানা আজমি, তোতা রায় চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়, আমির বশির এবং ক্ষিপ্ত জোহর। এটি ২৮শে জুলাই, ২০২৩-এ প্রেক্ষাগৃহে মুক্তি পায়৷ ছবিটি দর্শকদের কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছিল, একটি বক্স অফিসেও সুপারহিট হয়।
আগামীতে, ধর্মেন্দ্রকে শ্রীরাম রাঘবনের ইক্কিস ছবিতেও দেখা যাবে। 🅠🦩;