একেনবাবু মানে শুধু রহস্য উন্মোচন নয়, একেনবাবু মানেই প্রাণ খোলা হাসি। আনন্দ। ফেলুদা ব্যোমকেশ চরিত্রের পরে নিঃসন্দেহে বাঙালির প্রিয় গোয়েন্দা চরিত্র একেন বাবু। আগামী গরমের ছুটিতে♍ তাই একেন বাবুকে সঙ্গে নিয়ে চলে যান বেনারস। সেখানে উন্মোচিত হꦅবে আগামী রহস্যের ফাঁস।
আগামী ১৬ মে বড়পর্দায় আসতে চলেছে ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’। আজ অর্থাৎ ১৯ এপ্রিল বড় পর্দায় মুক্তি পেল সিনেমা টিজার। জয়দীপꦆ মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমার টিজার ♌মুক্তি পেতেই একেন প্রিয় মানুষের মুখের ফুটে উঠল চওড়া হাসি। গরমের ছুটি যে বৃথা যাবে না, সে কথা ভাবতেই আনন্দে আটখানা দর্শকরা।
আরও পড়ুন: ২৭ বছর দীর্ঘ ডিভোর্সের কেসღে জুড়ল মজার পাঞ্চ! প্রকাশ্যে শ্রীমান ভার্সেস শ্রীমতীর ট্রেলার
আরও পড়ুন: সঙ্গীতে AI-এর ব্যবহার নℱিয়ে ক্ষুব্ধ রহমান, বললেন, ‘এ যেন অক্সিজেনে বিষ মিশে...’
টিজার প্রসঙ্গে
টিজারের শুরুতেই দেখা যাচ্ছে হরগৌরী ঘাট, গঙ্গা আরতি। বেনারসের অলিগলির ছবি ♏ফুটে উঠেছে টিজাꩲরের মাধ্যমে। এবারেও একেন বাবুর সঙ্গে থাকবেন বাপি বাবু এবং প্রমথ বাবু। এবারেও শুধু রহস্য উন্মোচন নয়, থাকবে একেন বাবুর মারাত্মক পাঞ্চলাইন। সব মিলিয়ে বেনারস জমজমাট হতে চলেছে একেন বাবুর উপস্থিতিতে।
টিজার দেখে বোঝাই যাচ্ছে, বেনারসে বিভীষিকা সিনেমা খলচরিত্রে অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়।🙈 প্রত্যেকবারের মতো এবারও একেন বাবুর চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ চক্রবর্তী, সঙ্গে থাকবেন সোমক ঘোষ এবং সৌহার্থ মুখোপাধ্যায়।
অন্যান্য চরিত্রে অভিনয🐼় করবেন ইশা সাহা, গৌরব চক্রবর্তী, বিশ্বনাথ বসু, স𝄹মিতা দাস দাশগুপ্ত, পদ্মনাভ দাশগুপ্ত, দেবেশ চট্টোপাধ্যায়, শুভদীপ বি গুহ, জয়ন্তী সেন সহ আরও অনেকে।
আরও পড়ুন: কার্তিক নন, চান্দু চ্যাম্পিয়ন-এ পরিচালকের প্রথম পছন𝄹্দ ছিলেন প𝕴্রয়াত এই অভিনেতা
আরও পড়ুন: 'মেয়েদের হুমকি দেবেন না...', নিজের করা ব্রাহ্মণ মন্তব্যের জন্য চাইলেন ক্ষমা, আর কী 🐼বললেন অনুরা🐻গ?
প্রসঙ্গত, এই বছরের জানুয়ারি মাসেই একেন বাবুর পুরী অভিযান দেখা গিয়েছিল ‘পুরোপুরি একেন’ সিরিজে। সিরিজে একেন বাবুর মেজ মামার চরিত্রে অভিনয় করেছিলে♏ন বিশ্বজিৎ চক্রবর্তী। আসন্ন সিনেমাতে মেজ মামার উল্লেখ থাকলেও বিশ্বজিৎ বাবুকে দেখতে পাওয়া যাবে কিনা, সেটা এখনও বোঝা যায়নি।