Divya Pahuja: একসময় গ্যাংস্টারের সঙ্গে সম্পর্কে ছিলেন, খুন করা হল ২৭-বছরের মডেল দিব্যাকে, টেনেহিঁচড়ে বের করা হল দেহ
1 মিনিটে পড়ুন Updated: 03 Jan 2024, 11:00 PM ISTজানা যাচ্ছে, গ্যাংস্টার সন্দীপ গাডোলির সঙ্গে সম্পর্কে ছিলেন দিব্যা। ২০১৬ সালে এনকাউন্টারে মৃত্যু হয় সন্দীপের। দিব্যার মা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন, সন্দীপের ভাই-বোন এবং অভিজিৎ সিং-এর নামে। দাবি ছিল ওঁরা ষড়যন্ত্র করে তাঁদের মেয়েকে খুন করতে চাইছে। এরপর থেকেই নাকি দিব্যার উপর রাগ ছিল অভিজিতের।
দিব্যা পাহুজা